এক্সপ্লোর
এফআইআর করতে গেলে দিতে হবে পিজা, চিলি চিকেন! অভিনব আবদার উত্তরপ্রদেশের মহিলা পুলিশকর্মীর, সাসপেন্ড

লখনউ: পুলিশের ঘুষ চাওয়া নতুন কিছু নয়। দেশের সর্বত্র পুলিশ ঘুষ নেয় বলে অভিযোগ। কিন্তু এফআইআর করার জন্য পিজা ঘুষ চাওয়ার ঘটনা অভিনব। উত্তরপ্রদেশের এক মহিলা পুলিশকর্মী এক ব্যক্তির কাছ থেকে পিজা চেয়েছিলেন। এই মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে উচ্চপদস্থ কর্তাদের কাছে অভিযোগ জানান সংশ্লিষ্ট ব্যক্তি। এরপরেই ওই মহিলা পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। রোহিত বেরি নামে অভিযোগকারী জানিয়েছেন, শিবেন্দ্র নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে ৭,০০০ টাকা প্রতারণা করেন। তাঁর বিরুদ্ধে হাসানগঞ্জ থানায় অভিযোগ জানাতে যান রোহিত। তাঁর একটি রেস্তোরাঁ আছে। সে কথা জানতে পেরেই এফআইআর করার আগে পিজা ও চিলি চিকেন দিতে বলেন সাব-ইন্সপেক্টর সুমিত্রা দেবী। তাঁর বিরুদ্ধে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ জানান রোহিত। গোমতীর এএসপি তদন্ত করে জানতে পারেন, সুমিত্রার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ সত্যি। এরপরেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। শিবেন্দ্রর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















