এক্সপ্লোর
উরি হামলা: কাশ্মীরে ‘যুদ্ধ-পরিস্থিতি’ তৈরি করার চেষ্টা, দাবি মেহবুবার

শ্রীনগর: জঙ্গি হামলা করে কাশ্মীরে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। হামলার তীব্র নিন্দা করে এদিন তিনি বলেন, নাশকতামূলক হামলা করে রাজ্যে নতুন হিংসার আবহাওয়া সৃষ্টি করার চেষ্টা চলছে। এদিন জঙ্গি হামলায় নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মেহবুবা তাঁদের পরিবারকে সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যে দ্বৈরথ চলছে, এই হামলা তাতে আরও ইন্ধন জোগাবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এর ফল ভুগতে হচ্ছ নিরীহ কাশ্মীরিদের। তিনি বলেন, গত ছয় দশক ধরে ভারত-পাক শত্রুতার ফল কাশ্মীরিদের ভুগতে হচ্ছে। তিনি যোগ করেন, এমনিতেই কাশ্মীরের বাসিন্দা এতদিন ধরে সমস্যার মধ্য দিয়ে কাটিয়েছেন। তার ওপর এবার নতুন করে জঙ্গি হামলার প্রেক্ষিতে তাদের সমস্যা আরও বৃদ্ধি পাবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















