এক্সপ্লোর
Advertisement
লোকসভার ভোটে পরাজয়ের এক বছর পর কংগ্রেস ছেড়ে এবার শিবসেনায় যাচ্ছেন উর্মিলা মাতন্ডকর
কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর বছর ঘুরে শিবসেনাতে যোগ দিতে চলেছেন উর্মিলা মাতন্ডকর। ৯০ এর দশক ও ২০০০-এর প্রথম পর্বের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন।
মুম্বই: কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার পর বছর ঘুরে শিবসেনাতে যোগ দিতে চলেছেন উর্মিলা মাতন্ডকর। ৯০ এর দশক ও ২০০০-এর প্রথম পর্বের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন। পরে দল ছাড়েন তিনি। এরপর তিনি শিবসেনায় যোগ দিচ্ছেন। উল্লেখ্য, মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাদি সরকারের শরিক শিবসেনা ও কংগ্রেস।
এদিন বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক করতে পারেন উর্মিলা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, আগামীকাল দলে যোগ দিতে পারেন বলিউড অভিনেত্রী।
সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাংলো মাতোশ্রী-তে গিয়ে তিনি শিবসেনায় যোগ দিতে পারেন।
উদ্ধবের এক ঘনিষ্ঠ হর্ষল প্রধান রবিবার জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উর্মিলা শিবসেনায় যোগ দেবেন। রাজ্যের বিধান পরিষদে রাজ্যপালের কোটায় তাঁর মনোয়নের জন্য নাম রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে পাঠানো হয়েছে। সেইসঙ্গে রাজ্যপালের কোটায় আরও ১১ জনের নাম তিন দলের মহাবিকাশ আঘাদি সরকার মনোনয়নের জন্য পাঠিয়েছে।
গত বছর লোকসভা নির্বাচনের আগে উর্মিলা কংগ্রেসে যোগ দিয়ে মুম্বই উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। ভোটে হেরে যান তিনি। গত ১০ সেপ্টেম্বর দলের অন্তর্কলহের অভিযোগে ইস্তফা দেন তিনি।
উর্মিলার আগে কংগ্রেসের জাতীয় মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী দল ছেড়ে একই কারণে শিবসেনাতে যোগ দিয়েছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement