এক্সপ্লোর
২৭১ বেআইনি অভিবাসনকারীকে ফেরত পাঠাতে চায় আমেরিকা, বিস্তারিত তথ্য চেয়েছে ভারত

নয়াদিল্লি: আমেরিকানিবাসী যে ২৭১ জন ভারতীয়কে অবৈধ অভিবাসনকারী চিহ্নিত করে সে দেশ থেকে ভারতে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে মার্কিন প্রশাসন, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে এ কথা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই ২৭১ জনের একটি তালিকা দিয়েছে। তাদের দাবি, এঁরা বেআইনিভাবে মার্কিন মুলুকে বসবাস করছেন। গতকাল সংসদে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, আমরা ওই তালিকা গ্রহণ করতে রাজি হইনি। আরও বিস্তারিত নথি চেয়ে পাঠিয়েছি। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে, পূর্ণাঙ্গ তথ্য হাতে পাওয়ার পর তা খতিয়ে দেখার পরই ওদের ফেরত পাঠানোর ব্যাপারে জরুরি ভিত্তিতে সার্টিফিকেট ইস্যু করতে পারি। পাশাপাশি বাগলেও বলেন, বিষয়টি নিয়ে আলোচনা বহাল রয়েছে। কিছুদিন আগে মার্কিন প্রশাসন আমাদের জানায়, আগে আমাদের কাছে পাঠানো তথ্য পরিসংখ্যানের মধ্যে ২৭১টি কেস অমীমাংসিত রয়েছে। যদিও এগুলি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য পাঠানো হয়নি সেগুলিই তলব করা হয়েছে। এদিকে আমেরিকায় এক ভারতীয় মহিলা ও তাঁর ৭ বছরের পুত্রসন্তানের হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হলে বাগলে জানান, ভারত মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছে, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনাটি’র ব্যাপারে ওরা বিশদে খোঁজখবর করছে। নিহতদের পরিবারকে সহায়তা দিতে আমেরিকার ভারতীয় দূতাবাস সর্বদা তৈরি বলেও জানান বাগলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















