এক্সপ্লোর
Advertisement
উত্তরাখণ্ডে শিক্ষিকা বদলি বিতর্ক- মুখ্যমন্ত্রী রাওয়াতের স্ত্রী বদলি হননি ১৯৯৬ থেকে
দেরাদুন: বয়স্কা শিক্ষিকা জনতা দরবারে বদলি চাওয়ায় তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু এবার নিজের স্ত্রীকে নিয়েই বিতর্কে জড়িয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। ১৯৯৬ সাল থেকে নাকি তাঁর স্ত্রীর বদলিই হয়নি।
তথ্য জানার অধিকার আইনে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা রাওয়াত পৌড়ি গাড়োয়ালের একটি স্কুলে ১৯৯২ সাল থেকে পড়ান। ১৯৯৬-এ তাঁর বদলি হয় দেরাদুনে। তারপর থেকে তিনি দেরাদুনেই রয়েছেন আর তাঁর বদলি হয়নি। ২০০৮ সালে তাঁর প্রমোশনও হয়েছে কিন্তু বদলি হয়নি তখনও।
গতকাল জনতা দরবারে এক বিধবা শিক্ষিকা মুখ্যমন্ত্রীর কাছে বদলির আবেদন করলে তিনি চটে ওঠেন, তখনই সাসপেন্ড করার নির্দেশ দেন, এমনকী গ্রেফতার করতেও বলেন। ওই শিক্ষিকা যে সব শব্দ ব্যবহার করেন তাতে রাওয়াতের তীব্র আপত্তি ছিল। কিন্তু তাঁর স্ত্রী যখন এতদিন ধরে এক পদে রয়েছেন, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এক বয়স্ক বিধবা শিক্ষিকার বদলির আবেদন তিনি আর একটু সংবেদনশীলভাবে দেখতে পারতেন কিনা। বিশেষ করে তাঁকে গ্রেফতার করা কি সত্যিই দরকার ছিল?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement