এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে কী হয়েছে তাঁর সঙ্গে, ধন্দে উজমার পরিবার
নয়াদিল্লি: পাকিস্তান থেকে অবশেষে দেশে ফিরলেন উজমা আহমেদ। তবে পাকিস্তানে থাকাকালীন এই তরুণীর সঙ্গে কী হয়েছে, সে বিষয়ে ধন্দে পরিবার। উজমার ভাই ওয়াসিম আহমেদ বলেছেন, ‘ওর সঙ্গে ঠিক কী হয়েছে, সেটা আমরা জানি না। এখনও পর্যন্ত সংবাদমাধ্যম থেকেই সব খবর পেয়েছি। ও বাড়িতে ফেরার পর সত্যিটা জানতে পারব।’
ওয়াসিম আরও বলেছেন, ‘ও যে এত তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসবে, সেটা আশা করিনি। এমনকী ওকে ফেরানোর জন্য আমাদের কিছু করতেই হয়নি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজই আমাদের ফোন করেছিলেন। তিনি জানান, উজমা ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। সরকারই ওকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে।’
তাহির আলি নামে এক পাকিস্তানি যুবক তাঁকে বন্দুক দেখিয়ে জোর করে বিয়ে করেছে বলে অভিযোগ করেন উজমা। ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে ভারতে ফেরার অনুমতি দেয়। এরপর আজ সকালে ওয়াগা সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন উজমা। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। উজমা দেশে ফেরায় তাঁর পরিবারের লোকেরা কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেছেন, উজমা যে দেশে ফিরতে পারবেন, সেটা তাঁরা ভাবেননি। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইট করে উজমাকে ‘ভারতের মেয়ে’ বলে উল্লেখ করে বলেছেন, তাঁর সঙ্গে যা হয়েছে, সেটার জন্য তিনি দুঃখিত।
Uzma - Welcome home India's daughter. I am sorry for all that you have gone through.
— Sushma Swaraj (@SushmaSwaraj) May 25, 2017
নয়াদিল্লির বাসিন্দা উজমার সঙ্গে তাহিরের আলাপ হয় মালয়েশিয়ায়। এরপর পাকিস্তানে যান উজমা। তাঁর অভিযোগ, সেখানেই এ মাসের ৩ তারিখ জোর করে বিয়ে করেন তাহির। তিনি উজমার অভিবাসন সংক্রান্ত নথিও কেড়ে নেন। ১২ তারিখ ইসলামাবাদ হাইকোর্টে দেশে ফেরার অনুমতি দেওয়ার আবেদন জানান উজমা। তিনি বলেন, এর আগেও তাঁর বিয়ে হয়েছে। একটি মেয়েও আছে। সেই মেয়েটি থ্যালাসেমিয়ায় ভুগছে। উজমার আবেদনে সাড়া দিয়ে তাঁর অভিবাসন সংক্রান্ত নথি ফেরত দেওয়ার জন্য তাহিরকে নির্দেশ দেয় আদালত। এরপরেই দেশে ফিরলেন উজমা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement