এক্সপ্লোর
Advertisement
শপিং মলের ট্রায়াল রুমে মহিলার পোশাক বদলের ছবি লুকিয়ে তুলতে গিয়ে গ্রেফতার মলকর্মী
বারাণসী: যেকোনও বড় শহর হোক বা ছোট, সেখানকার শপিং মল বা ডিপার্টমেন্টাল স্টোরের ট্রায়াল রুমে পোশাক বদল করা যে আর মোটেই নিরাপদ নয়, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। সম্প্রতি বারাণসীর এক মলে ট্রায়াল রুমের ভেতর পোশাক পরিবর্তন করছিলেন একটি মেয়ে। তার ছবি মোবাইলে তুলে ভাইরাল করে দেয় এক যুবক।
বুধবার এই ঘটনার কথা সামনে আসে। প্রসঙ্গত, মেয়েটির পোশাক বদলের ভিডিও মোবাইলে তুলছিল এমন সময়ই হাতে না হাতে তাকে ধরে ফেলা হয়। সেই ব্যক্তি ওই মলেরই কর্মী। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিক মহিলার পোশাক বদলের ভিডিও তুলেছে ওই মলকর্মী।
ঘটনার পরই মেয়েটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মেয়েটির ভাইয়ের বয়ান অনুযায়ী বুধবার তার বোন গিয়েছিলেন শপিং করতে। মলের ট্রায়াল রুমে কয়েকটি পোশাক নিয়ে বদলাতে গিয়ে দেখেন, কেউ একজন সেখান থেকে ঝুঁকে ওই ঘরে দেখছে। তারপর চিতকার করতেই, মেয়েটির বাড়ির লোক এসে সত্যিটা বুঝতে পারে। তখনই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement