এক্সপ্লোর
Advertisement
জেলে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, এবার করোনা আক্রান্ত হলেন ভারভারা রাও
কবির জামিনের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছিলেন তাঁর তিন কন্যা।
নয়াদিল্লি: জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন কবি ভারভারা রাও।
৭৯ বছরের ভারভারাকে ১৩ জুলাই মহারাষ্ট্রের জে জে হাসপাতালে ভরতি করা হয়েছিল। জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসায় অসংখ্য অনুরাগী। কবির জামিনের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছিলেন তাঁর তিন কন্যা। শারীরিক অস্বস্তি এবং জেলের মধ্যে একবার অজ্ঞান হয়ে যাওয়ার কারণে এর আগেও জে জে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর আগে ভারভারার মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন ৪০ জন কবি। কিন্তু জামিন হয়নি।
এরই মধ্যে অভিযোগ উঠেছে যে, বম্বে হাইকোর্টে তাঁর জামিনের শুনানির আগেই হাসপাতালে নিয়ে গিয়ে অসুস্থ ভারভারাকে 'ফিট' ঘোষণা করার চেষ্টায় রয়েছে পুলিশ। কবির পরিবারের অভিযোগ, রাওয়ের শারীরিক পরিস্থতি সম্পর্কেও তাঁদের কোনও তথ্য দেওয়া হচ্ছে না।
রাওকে দ্রুত ভাল হাসপাতালে স্থানান্তরিত করার ব্যাপারে মহারাষ্ট্র সরকার ও জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে আর্জি জানিয়েছেন ইতিহাসবিদ রোমিলা থাপার, অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়ক-সহ দেশের বহু বিশিষ্টজনরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
বিজ্ঞান
Advertisement