এক্সপ্লোর
রাম মন্দিরের নামে ১৪০০ কোটি টাকার দুর্নীতি করেছে বিশ্ব হিন্দু পরিষদ, অভিযোগ নির্মোহী আখাড়ার
![রাম মন্দিরের নামে ১৪০০ কোটি টাকার দুর্নীতি করেছে বিশ্ব হিন্দু পরিষদ, অভিযোগ নির্মোহী আখাড়ার VHP has taken money to the tune of Rs 1400 crore in the name of Ram temple: Nirmohi Akhara রাম মন্দিরের নামে ১৪০০ কোটি টাকার দুর্নীতি করেছে বিশ্ব হিন্দু পরিষদ, অভিযোগ নির্মোহী আখাড়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/11/16132037/nirmohi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অযোধ্যায় রামমন্দির বিতর্কে এবার চাঞ্চল্যকর অভিযোগ নির্মোহী আখড়ার। বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে ১৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নির্মোহী আখড়ার। আখড়ার সদস্য সীতারাম এবিপি আনন্দর সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেছেন, এই দুর্নীতির প্রমাণ তাঁদের কাছে রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ অবশ্য এই অভিযোগ খারিজ করে দিয়েছে।
সীতারাম বলেছেন, তাঁরা রামের সেবক। নির্মোহী আখাড়া অর্থের দ্বারা প্রভাবিত হয় না। তাঁর দাবি, নেতারা টাকাপয়সা তছরুপ করেছেন। বিশ্ব হিন্দু পরিষদ বাড়িতে বাড়িতে গিয়ে এক-একটা করে ইঁট চেয়েছিল। এভাবে অর্থ সংগ্রহ করে নিয়ে অর্থ খেয়ে নিয়েছে। তাঁর দাবি, ১৪০০ কোটি টাকার কোনও হিসেব দেওয়া হয়নি।
সীতারামের আরও অভিযোগ, এই অর্থ দিয়েই উত্তরপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন, তাঁর কাছে মন্দির নির্মাণের ব্যাপারে কোনও বার্তা আসেনি। রামের নামে সরকার গড়ে এখন যোগী পিছু হঠছেন বলেও দাবি করেছে নির্মোহী আখাড়া।
নির্মোহী আখাড়ার এই অভিযোগ খারিজ করে বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র জানিয়েছেন, তাঁদের কাছে চাঁদার সব হিসেবেই রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে অযোধ্যা বিতর্ক মেটাতে ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্কর মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আদিত্যনাথের সঙ্গেও দেখা করেন। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে আজ অযোধ্যায় পৌঁছেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)