এক্সপ্লোর
দেখুন ভিডিও: ৮০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার সিংহ শাবক

গির: বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের সংঘর্ষের খবর নতুন কিছু নয়। বন্যপ্রাণীদের লোকালয়ে ঢুকে পড়া, কোথাও কোথাও পশুদের পিটিয়ে মারার মতো ঘটনাও ঘটে। এরইমধ্যে বন্যপ্রাণীদের প্রতি মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা মরুভূমিতে মরুদ্যানের মতো মনে হয়। এমনই একটি ঘটনা ঘটল গুজরাতের গির সোমনাথ জেলায়। জেলার একটি গ্রামে ৮০ ফুট গভীর এক কুয়োর মধ্যে পড়ে যায় একটি সিংহ শাবক। গত শনিবার সকালে গ্রামবাসীরা সিংহ শাবকটিকে কুয়োর মধ্যে দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। সঙ্গে সঙ্গে চলে আসে বনবিভাগের উদ্ধারকারী দল। কুয়োর মধ্যে একটি দড়ি ফেলে সিংহ শাবকের শরীরে জড়িয়ে দেওয়া হয়। এরপর সিংহ শাবকটি দড়ির সাহায্যে টেনে তুলে ওপরে রাখা খাঁচায় ভরে দেওয়া হয়। উদ্ধারের পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরায়। স্বাস্থ্য পরীক্ষার পর সিংহ শাবকটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















