দেখুন ভিডিও: কাশ্মীরে দুর্ঘটনায় সেনা ট্রাক, আহত জওয়ানদের উদ্ধারে এগিয়ে এলেন স্থানীয়রা
শ্রীনগর: কাশ্মীরে দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর জওয়ানদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় সোমবার দুর্ঘটনার কবলে পড়ে সেনাবাহিনীর একটি ট্রাক। জানা গিয়েছে, জওয়ানদের নিয়ে ট্রাকটি গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু, পথে, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার ধারে গিয়ে প্রায় উল্টে যায়।
[embed]এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন জওয়ান। ভিডিওতে দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্থানীয়রা জড়ো হয়ে জওয়ানদের ট্রাক থেকে নামিয়ে আনছেন। তাঁদের শুশ্রুষাও করেন স্থানীয়রা।
এমনিতে, নিরাপত্তাবাহিনীর দিকে কাশ্মীরিদের পাথর-ছোঁড়ার দৃশ্য উপত্যকায় অতি পরিচিত হয়ে উঠেছে। সেই জায়গায় বাহিনীর উদ্ধারে স্থানীয় নাগরিকদের এগিয়ে আসার দৃশ্য সত্যিই বিরল।
তবে, এই প্রথম নয়। গত বছর প্রবল হিংসার সময়েও একই ঘটনা ঘটেছিল। সেই সময় পরিমপোরা-পান্থা চৌকের ওপর লসজানে দুর্ঘটনা কবলে পড়ে একটি সেনা ট্রাক। তখনও, আহত জওয়ানদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয়রা।