এক্সপ্লোর
ভিডিও: ৫০ ফুট গভীর কুয়োয় পড়া সিংহীকে তুলতে খাটিয়া

নয়াদিল্লি: বনভূমি কমছে। এজন্য পশুজন্তুরা অনেক সময়ই জনপদে চলে আসে খাদ্যের সন্ধানে। এর ফলে বন্য প্রাণীর ওপর হামলা ও পিটিয়ে মারার ঘটনা আকছারই ঘটে। কিন্তু এবার এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকল গুজরাতের আমরেলি গ্রাম। মানবতার চূড়ান্ত নজির তৈরি করলেন গ্রামবাসীরা। গ্রামের ৫০ ফুট গভীর একটি শুকনো কুয়োতে পড়ে গিয়েছিল একটি সিংহী। গ্রামবাসীরা তা জানতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেন বন বিভাগের আধিকারিকদের। গ্রামবাসীরা কুয়োতে খাটিয়া নামিয়ে দেন যাতে সিংহীটি সেটির ওপরে নিরাপদে বসে থাকতে পারে। পরে বন বিভাগের আধিকারিকরা ওই খাটিয়ার সাহায্যেই সিংহীটিকে তুলে এনে খাঁচায় বন্দী করেন। পরে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















