এক্সপ্লোর
Advertisement
অনলাইনে পাইরেটেড ছবি দেখা বেআইনি নয়, জানাল বম্বে হাইকোর্ট
মুম্বই: শুধু কোনও ছবির বেআইনি কপি দেখলেই তা কপিরাইট আইনে পড়ে না। বলল বম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, স্রেফ পাইরেটেড ছবি দেখলেই তা বেআইনি হয়ে যায় না কিন্তু তা যদি জনসমক্ষে দেখানো হয় বা অনুমতি ছাড়া বিক্রি বা ভাড়া দেওয়া হয় তবে তা অবশ্যই বেআইনি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্সকে আদালতের নির্দেশ, ‘কোনও ছবি দেখা, ডাউনলোড করা, প্রদর্শন করা ও প্রতিলিপি বা নকল বার করা শাস্তিযোগ্য অপরাধ’ বলে ওয়েবসাইটে যে ‘এরর মেসেজ’ আসে, তা তুলে নিতে হবে। উল্টে বলতে হবে, কপিরাইট লঙ্ঘন করলে ব্লক করে দেওয়া হবে সংশ্লিষ্ট ইউআরএল।
হাইকোর্ট কিছুদিন আগে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্সদের নির্দেশ দিয়েছে, ‘ঢিসুম’ ছবির পাইরেসি বন্ধ করতে বেশ কয়েকটি ইউআরএল ব্লক করে দিতে। অন্যান্য ই কমার্স সাইটগুলি যাতে ক্ষতির মুখে না পড়ে, তাই ব্লকড সাইটগুলিতে ‘এরর মেসেজ’ দেওয়ারও নির্দেশ দেয় আদালত।
কিন্তু এবার বম্বে হাইকোর্ট বলেছে, এই ব্লক করা ইউআরএলগুলিতে এরর মেসেজ দিয়ে জানাতে যে, আদালতের নির্দেশে এই সাইট ব্লক করা হয়েছে, কারও আপত্তি থাকলে তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মেসেজে আরও থাকবে, কপিরাইট আইন অমান্য করলে ৩ বছরের জেল ও ৩লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এ জন্য আইএসপিগুলিকে নাডাল অফিসার নিয়োগ করতে হবে, ঠিক দুদিনের মধ্যে যাবতীয় অভিযোগের জবাব দিতে হবে তাঁকে। ভোডাফোন, এমটিএনএল সহ যাবতীয় আইএসপিকে এই নির্দেশ মেনে চলার জন্য আদালত নির্দেশ দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement