এক্সপ্লোর
Advertisement
ফ্রান্সে বিজয় মাল্যের ১.৬ মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
ফেরার ঋণ খেলাপি বিজয় মাল্যর ফ্রান্সে ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে বলা বয়েছে, ফ্রান্সে বিজয় মাল্যের ১৪ কোটি টাকার সম্পত্তি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনি বাজেয়াপ্ত করা হয়েছে।
নয়াদিল্লি: ফেরার ঋণ খেলাপি বিজয় মাল্যর ফ্রান্সে ১৬ লক্ষ ইউরো মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে বলা বয়েছে, ফ্রান্সে বিজয় মাল্যের ১৪ কোটি টাকার সম্পত্তি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনি বাজেয়াপ্ত করা হয়েছে। ফরাসী কর্তৃপক্ষের মাধ্যেমে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের আওতায় তদন্তে জানা যায় যে, সম্পত্তির নির্মাণের জন্য কিংফিসার এয়ারলাইন্স লিমিটেডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের অর্থ বিদেশে পাঠানো হয়েছিল।
কিংফিসার এয়ারলাইন্স লিমিটেডের মালিক ও লিকার ব্যবয়াসী ভারত থেকে পালিয়ে গিয়েছেন।
২০১৯-এর জানুয়ারিতে পিএমএলএ আইনের আওতায় বিজয় মাল্যকে আদালত ফেরার অপরাধী ঘোষণা করেছিল। ২০১৬ থেকে তিনি ব্রিটেনে রয়েছেন। তাঁকে দেশে প্রত্যর্পণের প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার।
কেন্দ্র গত পাঁচ অক্টোবর সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে, ফেরার লিকার ব্যবসায়ী বিজয় মাল্যর এই সময় ভারতে প্রত্যর্পন নিয়ে ব্রিটেনে একটি ভিন্ন 'গোপনীয়' আইনীয় প্রক্রিয়ার সমাধানের কাজ চলছে। যা এখনও সম্পূর্ণ হয়নি।
ইডি সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুরোধে ফরাসী কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে এবং ওই সম্পত্তি রয়েছে ফ্রান্সের ৩২ অ্যাভিনিউ এফওসিএইচ-এ।
২০১৬-র জানুয়ারিতে কিংফিসার এয়ারলাইন্স লিমিটেড, মাল্য ও অন্যান্যদের বিরুদ্ধে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে ইডি আর্থিক তছরূপের মামলা দায়ের করেছিল। এই আর্থিক অপরাধ সংক্রান্ত তদন্তকারী সংস্থা এখনও পর্যন্ত মাল্যর ১১,২৩১.৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি মাল্য, ইউনাইটেড ব্রিউয়ারিজ হোল্ডিংস লিমিটে়ড, কিংফিসার এয়ারলাইন্স লিমিটেড, ব্যাঙ্ক আধিকারিক ও অন্যান্যদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও পেশ করেছে।
ব্যাঙ্কে ঋণ খেলাপির দায়ে ভারতে ওয়ান্টেড তালিকভুক্ত বিজয় মাল্য। বর্তমানে দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের জন্য রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছিলেন মাল্য।
ভারতে নতুন ফেরার আর্থিক অপরাধ আইনের আওতায় প্রথম অভিযুক্ত বিজয় মাল্য। ২০১৯-এ মুম্বইয়ের একটি আদালত ওই আইনের আওতায় অপরাধী হিসেবে বিজয় মাল্যকে উল্লেখ করে এবং তদন্তকারী সংস্থাগুলি দেশে ও দেশের বাইরে সারা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর সম্পত্তি ও সম্পদ বাজেয়াপ্ত করার ক্ষমতা পায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement