এক্সপ্লোর
Advertisement
পাক সীমান্তের ভারতীয় গ্রামগুলিতে দানা বেঁধেছে উদ্বেগ, বিএসএফের নির্দেশে রাতে আলো জ্বালানো বন্ধ
নয়াদিল্লি: পাক জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল অ্যালার্টের পর দেশের নিরাপত্তার কোনও কসুর রাখছে না নরেন্দ্র মোদী সরকার। জঙ্গি হামলার আশঙ্কায় গোটা দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। জম্মু কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে কয়েকগুণ। পাক সীমান্তবর্তী ভারতীয় গ্রামগুলিতে অস্বস্তিকর নীরবতা দানা বেঁধেছে। সীমান্তরক্ষী বাহিনীর নির্দেশে এই সব গ্রামে আলো পর্যন্ত জ্বালানো যাচ্ছে না। নিরাপত্তাবাহিনীর আশঙ্কা, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা হিসেহে পাকিস্তান সেনা ও সাধারণ নাগরিকদের নিশানা করতে পারে।
বড় জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানী দিল্লিতেও হাই অ্যালার্ট জারি হয়েছে। শপিং মল, মেট্রো স্টেশন, বিমানবন্দর, মন্দির ও দোকানবাজার সমেত সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় চলছে নিরাপত্তার কড়াকড়ি। একইভাবে মুম্বই ও আশপাশের এলাকাতেও হাই অ্যালার্ট জারি হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে পঞ্জাব ও জম্মু। পঞ্জাবে গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক ও সামরিক ভবনে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হাই অ্যালার্ট বায়ুসেনা ঘাঁটিতেও। জম্মু কাশ্মীরের কুলগামে পুলিশ ও সিআরপি-র নজরদারি দলের ওপর জঙ্গিরা গুলি চালিয়েছে ইতিমধ্যেই। তবে এতে কারও হতাহত হওয়ার খবর নেই।
পঞ্জাবের ফিরোজপুরে সীমান্তবর্তী এলাকাগুলি ছেড়ে আসা মানুষরা ত্রাণশিবিরে মাথা গুঁজেছেন। কেউ কেউ আবার আশ্রয় নিয়েছেন স্থানীয় গুরদোয়ারায়। জম্মু আরএসপুরা সেক্টরেও পাকিস্তানি সীমান্তবর্তী এলাকাগুলি ফাঁকা করে বাসিন্দাদের নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে।
গুজরাটের কচ্ছয় সমুদ্রপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আসা যাওয়ারত সব নৌকায় নজর রাখা হয়েছে। কানপুরের সেন্ট্রাল রেলওয়েতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। যাত্রীদেরও কড়া চেকিং হচ্ছে। প্রতিটি ট্রেনে চলছে পুরোদমে তল্লাশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement