এক্সপ্লোর
Advertisement
কাজিরাঙায় দেখা গেল ভারতের একমাত্র ‘সোনালি বাঘ’, ভাইরাল হল ছবি
আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান সম্প্রতি ট্যুইটারে এই বাঘের ছবিটি দিয়েছেন।
নয়াদিল্লি: রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সাদৃশ্য রয়েছে। তবে গায়ের হলুদ আভায় কালো ডোরাকাটা নয়। বরং সোনালি রঙের দাগ! লাল ও খয়েরি আভা। যা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে অনেকটাই আলাদা করে রেখেছে এই বাঘকে।
কথা হচ্ছে ‘গোল্ডেন টাইগার’ বা ‘সোনালি বাঘ’-এর। অসাধারণ সুন্দর সেই বাঘের খোঁজ মিলেছে অসমের কাজিরাঙা অভয়ারণ্যে। ভারতে এই একটি মাত্র সোনালি বাঘের খোঁজ মিলেছে এখনও পর্যন্ত।
আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান সম্প্রতি ট্যুইটারে এই বাঘের ছবিটি দিয়েছেন। তিনি লিখেছেন, 'আপনারা কি জানেন, আমাদের দেশে সোনালি বাঘও আছে। দেখুন কী সুন্দর দেখতে সে।' তিনি জানিয়েছেন, ছবিটি তুলেছেন ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ হেন্ড্রে। ট্যুইটারে শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
কিছুদিন আগে ব্ল্যাক প্যান্থারের ছবি ঘিরেও শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি যার দেখা মিলেছিল কাবিনির জঙ্গলে। করোনা আবহে লকডাউনের ফলে জঙ্গল এলাকায় পর্যটকদের আসা যাওয়া এখন অনেকটাই কম। ফলে পশুপাখিরাও ইচ্ছেমতো বিচরণ করে বেড়াচ্ছে। ফলে তাদের দেখা মিলছে অনেক বেশি। দেখা যাচ্ছে অনেক বিলুপ্তপ্রায় প্রাণীও। এবার সেই তালিকায় যোগ হল সোনালি বাঘ। উল্লসিত বন্যপ্রাণী সংরক্ষণের সঙ্গে যুক্ত থাকা সকলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement