Fake Saline: এখনও চলছে নিষিদ্ধ স্যালাইন ! এই হাসপাতালে আপনার রোগী ভর্তি নেই তো ?
Prohibited Saline Used in Nadia Hospital : রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইন এনএস দেওয়ার অভিযোগ

নদিয়া: নদিয়ার পলাশিপাড়ার প্রীতিময়ী হাসপাতালে নিষিদ্ধ স্যালাইনের ব্যবহার। রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নিষিদ্ধ স্যালাইন এনএস দেওয়ার অভিযোগ। চাপের মুখে স্যালাইন খোলেন কর্মরত চিকিৎসক। রোগীকে স্যালাইন দেওয়া হয়নি বলে দায় এড়ালেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শেই রোগীকে স্যালাইন দেওয়া হয়, দাবি কর্মরত নার্সের। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তেজনা পলাশিপাড়ার প্রীতিময়ী হাসপাতালে।
বিষাক্ত স্য়ালাইন ব্য়বহারের ফলে রোগীমৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্য়াল কলেজে। কিন্তু তারপরও কলকাতার বুকে একাধিক মেডিক্য়াল কলেজেও রমরমিয়ে তার ব্য়বহার চলছিল! এক প্রসূতির মৃত্য়ু এবং তিনজনের অবস্থা সঙ্কটজনক হওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য় দফতরের! এই স্য়ালাইন বন্ধ করতে নির্দেশিকা জারি করল তারা। রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইনের পরিবর্তে শুরু হয়েছে অন্য় স্য়ালাইনের ব্য়বহার! আর তারফলে এখন সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়-পরিজনদের, চড়া দামে বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে বিকল্প স্য়ালাইন।
মেদিনীপুর, বীরভূম থেকে জলপাইগুড়ি, সর্বত্র এক ছবি!জলপাইগুড়ির হলদিবাড়ির কোনপাকড়ি গ্রামের বাসিন্দা মালেকা বানু। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তাঁর মেয়ে। মালেকা বানুর অভিযোগ, হাসপাতাল থেকে বলে দেওয়া হয়েছে স্য়ালাইন কিনে আনতে হবে। যে স্যালাইন বিনামূল্য়ে পাওয়ার কথা, কিংবা নায্য়মূল্য়ের দোকান থেকে ১৫ টাকায় কেনার কথা। এখন তা বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে ৬৩টাকায়।
একই হয়রানির শিকার, ময়নাগুড়ির দোমহনির বাসিন্দা মহম্মদ আজিবুল ইসলাম। ভুক্তভোগী মহম্মদ আজিবুল ইসলাম বলেন,প্রসবের জন্য স্ত্রীকে ভর্তি। এখনও পর্যন্ত ৬টা স্য়ালাইন কিনতে হয়েছে। একই ছবি মেদিনীপুর মেডিক্য়াল কলেজেও। এখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের 'রিঙ্গার ল্যাকটেট' স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এখন বেকায়দায় পড়ে তারাও এই স্য়ালাইন ব্য়বহার বন্ধ করেছে! ফলে বিকল্প স্য়ালাইনের খোঁজ করতে হচ্ছে রোগীদের আত্মীয়দের।
রোগীর আত্মীয় দিবাকর মুড়িয়া বলেন, বলছে বাইরে থেকে আনতে। লিখিয়ে নিচ্ছে নইলে বাইরে থেকে আনতে। মেদিনীপুর মেডিক্য়াল কলেজ ফার্মাসিস্ট শুভাশিস পাণ্ডা বলেন, 'শুক্রবার রাত থেকে বিক্রি বেড়েছে। RL বেশি বিক্রি হচ্ছে । হাসপাতালের রোগীদের আত্মীয়ই আসছে।শুক্রবারের পর থেকে বেশ কিছু মেডিসিনের বিক্রি বেড়েছে। যেগুলো হাসপাতাল থেকে সাধারণত বিনামূল্যে দেওয়া হতো।' বীরভূমের রামপুরহাট মেডিক্য়াল কলেজেও একই ছবি
আরও পড়ুন, বঙ্গে আরও গভীরে জালনথি চক্র? গ্রেফতার বারাসাতের ব্যান্ড মালিক !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
