Fake Document Case: টালিগঞ্জে গ্রেফতার আফগান যুবক, উদ্ধার একাধিক জাল নথি
Fake Document Case New Arrest: টালিগঞ্জ থেকে গ্রেফতার আফগান যুবক। দিল্লি হয়ে এসেছিল কলকাতায়। যুবকের থেকে উদ্ধার একাধিক জাল নথি। এদিকে নাম রয়েছে কলকাতা পুরসভার পোর্টালে। পেয়েছে বার্থ সার্টিফিকেটও।

আবির দত্ত, কলকাতা : জাল আধার-ভোটার-প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার আফগান নাগরিক। গ্রেফতার করে কলকাতা পুলিশের এসসিও। ধৃতের নাম সৈয়দ আকবর খান। ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ২০২০ সালে দিল্লি হয়ে কলকাতা আসে সৈয়দ আকবর খান। কীভাবে মিলল জাল নথি, তদন্তে পুলিশ। জানা গিয়েছে, দিল্লি থেকে কলকাতা এসেছিল আফগান নাগরিক সৈয়দ আকবর খান। বসবাস করছিল টালিগঞ্জ এলাকায়। তার কাছ থেকে যেসমস্ত কাগজপত্র পাওয়া গিয়েছে তার সবই জাল। একটি পাসপোর্ট পাওয়া গিয়েছে যেটি আফগানিস্তানের, এমনটাই জানা গিয়েছে পাসপোর্ট অফিস সূত্রে।
এই ব্যক্তিকে গ্রেফতারের মূল কারণ দুটো। এক, এই ব্যক্তির থেকে পাওয়া আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য পরিচয় পত্র সবই জাল বলেই মনে করছে পুলিশ। দ্বিতীয়ত, আফগান এই ব্যক্তি কীভাবে এবং কাদের থেকে এসব জাল নথি তৈরি করালেন, সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই জন্যই ধৃতকে হেফাজতে চেয়েছে পুলিশ। ধৃত আফগান ব্যক্তির পুলিশ হেফাজতের নির্দেশও দিয়েছে আদালত। অন্যদিকে বিচারক প্রশ্ন করেছেন, ধৃত আফগান যুবক সৈয়দ আকবরের কাছে যেসমস্ত কাগজপত্র পাওয়া গিয়েছে তা যদি সব জাল হয় তাহলে, বার্থ সার্টিফিকেটের তথ্য কীভাবে কলকাতা পুরসভার পোর্টালে বা ওয়েবসাইটে পৌঁছল? এই বিষয়ে আগামী ২৪ জানুয়ারির মধ্যে তদন্তকারী আধিকারিদের এই তথ্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। আর সেই দিন পর্যন্তই ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
কলকাতা মিনিসিপ্যাল পুরসভার পোর্টালে জন্ম-মৃত্যু ডট ইন নামের একটি লিঙ্ক রয়েছে। এখানেই যে কোনও ব্যক্তির যাবতীয় তথ্য জানা যাবে। এই তালিকায় নাম রেকর্ড ছিল সৈয়দ আকবর খানের। অতএব ধরে নেওয়া হয় যে এখানকারই বাসিন্দা, এখানেই জন্মেছে। সব তথ্য অরিজিনাল মনে করা হয়। কিন্তু পরবর্তী গ্রেফতার হয়েছে এই যুবক। জানা গিয়েছে, যে আফগানিস্তানের বাসিন্দা। তাহলে কীভাবে এখানকার বার্থ সার্টিফিকেট পেল আফগান নাগরিক সৈয়দ। এই প্রসঙ্গেই আগামী ২৪ জানুয়ারির মধ্যে তথ্য জমা দিতে বলা হয়েছে আদালতের তরফে। কীভাবে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে তদন্তকারী আধিকারিকদের। আফগান যুবকের কাছে জাল নথি, অথচ নাম রয়েছে কলকাতা পুরসভার পোর্টালে, সন্দেহভাজন ব্যক্তি পেয়েছে এখানকার বার্থ সার্টিফিকেটও... এটা কীভাবে সম্ভব তাই নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি।
আরও পড়ুন- ফের অসম এসটিএফ- এর জালে ১ সন্দেহভাজন, ধৃত আনসারুল্লা বাংলা টিমের সদস্য হওয়ার সম্ভাবনা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
