এক্সপ্লোর
Advertisement
বিক্ষোভকারীদের পাথরের মুখে যুবককে সেনার জিপে বেঁধে ঢাল করার ভিডিও ভাইরাল, কাশ্মীরজুড়ে ক্ষোভ, তদন্ত দাবি ওমরের
শ্রীনগর: বিক্ষোভকারীদের পাথর বৃষ্টি মোকাবিলায় এক যুবককে সেনার জিপে জীবন্ত ঢাল হিসেবে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ। এমন একটি ভিডিও কাশ্মীর উপত্যকায় ভাইরাল হয়ে গিয়েছে। ছড়িয়েছে বিক্ষোভও। এই ঘটনা মর্মান্তিক বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা।
ভিডিওটি বদগাম জেলার বীরওয়াহ এলাকায় তোলা হয়েছে বলে দাবি। গত রবিবার শ্রীনগর লোকসভা আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের সময় পাথর ছুঁড়ে বেশ কিছু দুষ্কৃতী ভোটের কাজে ব্যাঘাত ঘটিয়েছিল। ওই ভিডিওটি কাশ্মীরে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং তীব্র ক্ষোভ তৈরি করেছে।
ওই ভিডিও পোস্ট করে ওমর তাঁর ট্যুইটে বলেছেন, 'এই তরুণকে সেনার জিপের সামনে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কোনও পাথর জিপ লক্ষ্য করে না ছোঁড়া হয়? এটা খুবই মর্মান্তিক!'
This young man was TIED to the front of an army jeep to make sure no stones were thrown at the jeep? This is just so shocking!!!! #Kashmir pic.twitter.com/bqs4YJOpJc
— Omar Abdullah (@abdullah_omar) April 14, 2017
Here's the video as well. A warning can be heard saying stone pelters will meet this fate. This requires an urgent inquiry & follow up NOW!! pic.twitter.com/qj1rnCVazn — Omar Abdullah (@abdullah_omar) April 14, 2017
উল্লেখ্য, রাজ্য বিধানসভায় বীরওয়াহ আসনেরই প্রতিনিধি ওমর। তিনি বলেছেন, এর আগে এক সিআরপিএফ জওয়ানকে কিছু বিক্ষোভকারীর নিগ্রহের ভিডিও দেশজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার করেছিল। কিন্তু ওই তরুণকে এভাবে সেনার জিপে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনায় সমপরিমাণ ক্ষোভের সঞ্চার দেশে না হওয়ায় প্রশ্ন তুলেছেন ওমর।
ওমর তাঁর ট্যুইটে বলেছেন, জওয়ানকে নিগ্রহের ঘটনা নিয়ে যেভাবে টিভি চ্যানেলগুলিতে প্যানেলিস্টরা শোরগোল ফেলেছিলেন, এক্ষেত্রে তেমনটা হবে না। ওমরের কটাক্ষ, এর কারণ, ‘কাশ্মীরীরা জাহান্নামে যাক, কাশ্মীরটা আমাদের’ মনোভাব।
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্ত দাবি করেছেন।
এই ভিডিও সম্পর্কে সেনা ও প্রতিরক্ষা আধিকারিকদের প্রতিক্রিয়া জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
জেলার
Advertisement