বিরাট আউট হতেই গায়ে আগুন দিয়েছিলেন, মারা গেলেন সেই ভক্ত
নয়াদিল্লি: তিনদিন ধরে লড়াই চালানোর পর মারা গেলেন বিরাট কোহলির আউট হওয়ার পর হতাশায় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা প্রৌঢ় ব্যক্তি।
ঘটনায় প্রকাশ, গত শুক্রবার নিজের বাড়িতে একা বসে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট ম্যাচ দেখছিলেন বাবুলাল বৈরভা নামে ৬৫ বছরের ওই ব্যক্তি।
পুলিশ জানায়, প্রথম ইনিংসে ভারত অধিনায়ক অল্প রানে আউট হওয়ায় বিষাদগ্রস্ত হয়ে পড়েন বাবুলাল। প্রিয় ক্রিকেটারের ব্যর্থতা মেনে নিতে পারেননি প্রাক্তন রেলকর্মী।
এরপরই, গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আর্ত চিৎকার শুনে সঙ্গে সঙ্গে বাবুলালকে হাসপাতালে ভর্তি করান পরিবার ও প্রতিবেশীরা।
পুলিশ জানিয়েছে, হাসপাতালে শুয়ে বাবুলাল স্বীকার করেন, বিরাট কোহলির আউট হওয়ায় তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে গায়ে আগুন লাগিয়ে দেন।
তিনদিন লড়াই চালানোর পর মঙ্গলবার, মারা যান বিরাট-ভক্ত। পরিবার জানিয়েছে, তাঁর মুখ, মাথা, হাত পুড়ে গিয়েছিল। এই কাণ্ড ঘটানোর সময় বাবুলাল মদ্যপ ছিলেন না বলেও জানিয়েছে পুলিশ।