এক্সপ্লোর
দূষণ রোধে বাজিহীন দিওয়ালির আবেদন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বিরাট কোহলি, ভণ্ড বলে আক্রমণ
নয়াদিল্লি: দিল্লি এবং এনসিআরকে দূষণমুক্ত রাখতে সম্প্রতিই সুপ্রিম কোর্ট এক নির্দেশিকা জারি করে জানায়, ৯ অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত রাজধানী দিল্লিতে বাজি বিক্রি করা যাবে না। তবে যাঁরা আেগ কিনে রেখেছেন তাঁরা ফাটাতে পারবেন বাজি, বলা হয় ওই নির্দেশিকা। এরপরই এই নিষেধাজ্ঞা ঘিরে বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। অনেক যখন শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত দেয়, তখন অেকে আবার সিদ্ধান্তের সমর্থনে সওয়াল করেন। অনেকের কাছে বাজি ছাড়া দিওয়ালি মল্যহীন। অনেকে টুইটারে অনেক বির্তকিত মন্তব্যও করেন। আবার বহু তারকাই দূষণের কথা ভেবে সুপ্রিম কোর্টের নির্দেশের স্বপক্ষে সওয়াল করেও, নেটিজেনদের ট্রোলের মুখে পড়েন।
কোহলিও আদালতের নির্দেশকে সমর্থন করেছিলেন। তার ফল, তাঁকে ভণ্ড বলেও গালিগালাজ করা হয় সোশ্যাল মিডিয়ায়। বিরাট-ভক্তরা তাঁকে বলেন আইপিএলের ম্যাচগুলির শেষে এর চেয়ে দ্বিগুণ বেশি বাজি পোড়ে। তবে ভক্তদের শান্ত করতে নিজের দিওয়ালি পালনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেযার করেন বিরাট, এবং সেখানে দেখাই যাচ্ছে তিনি শব্দহীন, দূষণহীন এক দিওয়ালিই পালন করছেন।
তবে এবিষয়ে তিনিই প্রথম নেটিজেনদের ট্রোলের শিকার হলেন এমন নয়। যুবরাজ সিংহও যখন আমজনতাকে দূষণের কথা মাথায় রেখে বাজি পোড়ানো থেকে নিজেদের দূরে রাখার আর্জি জানিয়েছিলেন, তখন তাঁকে বলা হয়, সে নিজের বিয়েতে হাজার হাজার টাকার বাজি পুড়িয়েছেন। এখন উল্টো সুরে কথা কেন বলছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement