এক্সপ্লোর
Advertisement
সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু ভোট পেয়েছি, আমার কাছে আশীর্বাদ, বললেন বরুণ গাঁধী
সোমবার পিলিভিট সফরে এসে তিনি বলেছেন, সংখ্যালঘুরা কেউ কেউ আমায় সমর্থন করেছেন, প্রচারও করেছেন আমার পক্ষে। ওদের সম্পর্কে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছিল। তবুও তাঁরা পিছিয়ে যাননি, সর্বান্তকরণে আমায় নির্বাচনে সমর্থন করেছেন।
পিলিভিট (উত্তরপ্রদেশ): সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই না হলেও কিছু লোকজন তাঁকে ভোট দিয়েছেন এবং এটা ‘আশীর্বাদ’ বলে মনে করছেন পিলিভিটের নবনির্বাচিত বিজেপি এমপি বরুণ গাঁধী। তবে সংখ্যালঘুদের বেশি ভোট না পাওয়া নিয়ে আক্ষেপও করেছেন তিনি। বরুণ বলেছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি ভোট পাইনি, কিন্তু একইসঙ্গে এটাও সত্যি যে, কিছু সংখ্যালঘু ভোট পেয়েছি। এটা আমার কাছে আশীর্বাদ।
সোমবার পিলিভিট সফরে এসে তিনি বলেছেন, সংখ্যালঘুরা কেউ কেউ আমায় সমর্থন করেছেন, প্রচারও করেছেন আমার পক্ষে। ওদের সম্পর্কে কটাক্ষ, ব্যঙ্গ-বিদ্রূপ করা হয়েছিল। তবুও তাঁরা পিছিয়ে যাননি, সর্বান্তকরণে আমায় নির্বাচনে সমর্থন করেছেন।
প্রসঙ্গত, এবার উত্তরপ্রদেশে লোকসভা কেন্দ্র অদলবদল করেছেন বরুণ, তাঁর মা মানেকা গাঁধী। এবার বরুণ লড়েছেন মানেকার পিলিভিটে, আর মানেকা লড়েছেন ছেলের কেন্দ্র সুলতানপুরে। বরুণ যেমন পিলিভিটে জিতেছেন, তেমনই সুলতানপুর থেকে নির্বাচিত হয়েছেন মানেকাও।
বরুণ বলেছেন, আমি সবার জন্য কাজ করব। পিলিভিট ছেড়ে যাব না। আগামী ৩০-৪০ বছর অন্য কোথাও যাচ্ছি না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement