এক্সপ্লোর
Advertisement
নোট বাতিলের কথা কি জয় শাহ আগে থেকে জানতেন? প্রশ্ন কংগ্রেসের
মুম্বই: বিজেপি সভাপতি অমিত শাহর ছেলে জয় শাহর ব্যবসা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস এবার জানতে চাইল, নোট বাতিল যে হতে চলেছে, সে কথা তিনি আগে থেকেই জানতেন কিনা। এই ইস্যুতে অমিত শাহর পদত্যাগও চেয়েছে তারা।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বান প্রশ্ন করেছেন, কেন জয় শাহ তাঁর কোম্পানি নোট বাতিল ঘোষণা হওয়ার ঠিক আগের দিন বন্ধ করলেন? উনি কি জানতেন কী হতে চলেছে? এ ঘটনা সুবিধেভোগী পুঁজিবাদ ছাড়া কিছু নয়, ছেলের কীর্তির দায় মাথায় নিয়ে অমিত শাহর পদত্যাগ করা উচিত।
কংগ্রেসের আরও দাবি, হয় অমিত শাহ না হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি- কেউ পরিষ্কার করে বলুন, বিজেপি ২০১৪-র মে মাসে ক্ষমতায় আসার পর কীভাবে অমিত পুত্রের ব্যবসা কয়েক গুণ বেড়ে গেল। তাদের প্রশ্ন, জয়ের সংস্থার উইন্ডমিল বা পুনর্ব্যবহারযোগ্য শক্তি ক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না। তা হলে বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল মাত্র ৬ কোটি টাকার জামানতে কীভাবে ওই সংস্থাকে ১০.৩৬ কোটি টাকার ঋণ পাইয়ে দিলেন।
তাদের আরও অভিযোগ, মধ্যপ্রদেশের রতলামে কুসুম ফিনান্স নামে একটি সংস্থায় জয় শাহর ৬০ শতাংশ শেয়ার রয়েছে। ওই সংস্থা শেয়ার কেনাবেচা করে। আচমকা তারা রতলামে উইন্ড মিল কেনা শুরু করল। এই ঘটনাও ক্রোনি ক্যাপিটালিজমের নমুনা বলে কংগ্রেস অভিযোগ করেছে। স্রেফ একটা মানহানির মামলা দায়ের করে এত প্রশ্ন ঝেড়ে ফেলা যাবে না বলে মন্তব্য করেছে তারা। জয়ের যাবতীয় ব্যবসায়িক কাজকর্ম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর সিবিআইকে দিয়ে তদন্তেরও দাবি তুলেছে।
বিজেপি অবশ্য উড়িয়ে দিয়েছে কংগ্রেসের অভিযোগ। তাদের বক্তব্য, কংগ্রেস বিজেপির কাছে ভোটের পর ভোট হেরে চলেছে। তাই এভাবে জয় শাহর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে তারা। বিজেপির বক্তব্য, তারা যখন দুর্নীতি নিয়ে আগের কংগ্রেস সরকারের সমালোচনা করেছে, তার স্বপক্ষে প্রমাণ দেখিয়েছে। এখানে প্রমাণ কিছু নেই, রয়েছে শুধু সংখ্যাতত্ত্বের মারপ্যাঁচ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement