এক্সপ্লোর
Advertisement
দেখুন: ভোটের প্রচারে বেরিয়ে ‘ক্লান্ত’ যোগী সরকারের মন্ত্রীর পা মাসাজ অনুগামীদের
নয়াদিল্লি: ভোটের প্রচারে বেরিয়ে গা-হাত-পায়ে ব্যথা ধরে গেল মন্ত্রীর। মন্ত্রীমশায়ের গা-হাত-পায়ের ব্যথা বলে কথা! দলের কর্মীরাই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী নন্দ গোপাল ‘নন্দী’র পা মাসাজ করে দিলেন। এলাহাবাদের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, মন্ত্রী মশায় বিশ্রাম নিচ্ছেন। তাঁকে ঘিরে দলীয় কর্মীরা দাঁড়িয়ে রয়েছেন। একজন পরম যত্নে মন্ত্রীর পা মাসাজ করে দিচ্ছেন।পরে আরও একজন হাত লাগান। পুরভোটে বিজেপির হয়ে প্রচারে এসেছিলেন উত্তরপ্রদেশের স্ট্যাম্প ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী নন্দী।
যোগী সরকারের এই মন্ত্রী গত এপ্রিলেও সংবাদের শিরোনামে এসেছিলেন। তাঁর একদল অনুগামী পুলিশের ভ্যানে উঠে পড়েন এবং জয় শ্রী রাম ধোনি দিতে দিতে শহর পরিক্রমা করেন। আর পুলিশের ভ্যানটি ছিল মন্ত্রী নন্দীর কনভয়ের সামনেই। জনসমক্ষে এভাবে পুলিশের গাড়িতে অনুগামীরা নির্লজ্জভাবে উঠে পড়ার পরও কোনও রকম বাধা দেওয়ার চেষ্টা করেননি মন্ত্রী। মন্ত্রী তো ওই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি। এলাহাবাদ পুলিশও মুখে কুলুপ এঁটে থাকাই নিরাপদ বলে মনে করেছিল।#WATCH: Uttar Pradesh Cabinet Minister Nand Gopal 'Nandi' gets foot massage by BJP workers after local body polls campaigning, in Allahabad pic.twitter.com/iQZsm4L6if
— ANI UP (@ANINewsUP) November 14, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement