এক্সপ্লোর
Advertisement
জলকষ্ট, মহারাষ্ট্রে জলের খোঁজে কুয়োয় ৪০ ফুট গভীরে পড়ে মৃত্যু মহিলার
এ ঘটনার পর মালেওয়াদির ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে গ্রামে জল সরবরাহের দাবি করেন বলে জানান পুলিশকর্তাটি। এও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই মহিলার পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও গ্রামের বাসিন্দারা তাঁর শেষকৃত্য করতে রাজি হননি, যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টাও করেন।
মুম্বই: মহারাষ্ট্রে চলছে তীব্র জলাভাব, যার শিকার হলেন ৪৫ বছর বয়সি মহিলা! সোমবার সন্ধ্যায় মহাগাঁও তহসিলের মালেওয়াদিতে জলের খোঁজ করতে গিয়ে কুয়োর ৪০ ফুট গভীরে পড়ে গিয়ে তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। মহাগাঁও থানার ইনচার্জ দামোদর রাঠোর জানান, বিমল রাঠোর নামে ওই মহিলা আধা শুকিয়ে যাওয়া কুয়োতে নেমেছিলেন। আরও গভীরে জলের সন্ধান করতে গিয়ে পাথুরে জমিতে পা হড়কে প্রায় ৪০ ফুট নীচে তলিয়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য তাঁর দেহ তুলে ইয়াভতমলের সরকারি হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর মালেওয়াদির ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে গ্রামে জল সরবরাহের দাবি করেন বলে জানান পুলিশকর্তাটি। এও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ওই মহিলার পরিবারের সদস্যরা, আত্মীয়স্বজন ও গ্রামের বাসিন্দারা তাঁর শেষকৃত্য করতে রাজি হননি, যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টাও করেন। স্থানীয় তহশিলদার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও পুলিশকর্তারা গুঞ্জফাটায় গিয়ে গ্রামবাসীদের পানীয় জল সরবরাহের দাবি মেটানো, মৃতার পরিবারকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন। অবশেষে এতে ক্ষোভ কমে তাঁদের। মঙ্গলবার বিমলের পরিবার তাঁর অন্ত্যোষ্ঠি সম্পন্ন করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement