ভারতের সঙ্গে 'চিরকাল বিদ্বেষ' রেখে চলতে চাই না, সুর নরম পাক হাইকমিশনার বাসিতের
নয়াদিল্লি: সুর নরম আবদুল বসিতের। দিলেন সমঝোতার বার্তা। ভারত-পাকিস্তান সম্পর্কে লাগাতার উত্তাপ বৃদ্ধির আবহের মধ্যেই নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার বললেন, তাঁরা ভারতের সঙ্গে চিরস্থায়ী বিদ্বেষ, সংঘাত জিইয়ে রেখে চলতে চান না।
ভারতের সঙ্গে 'বাধাহীন ও অপ্রতিরোধ্য' দ্বিপাক্ষিক আদানপ্রদানের প্রস্তাব দিয়েছেন বাসিত। বলেছেন, দুই প্রতিবেশীকেই মতপার্থক্য কাটিয়ে উঠতে হবে যাতে তারা এমন এক সহযোগিতার সম্পর্কের পথে পা রাখতে পারে যার 'গতিমুখ কখনও বদলাবে না'। বাসিতের মতে, সময় এসেছে, দু দেশকেই ঠিক করতে হবে, তাদের মধ্য়ে স্থিতাবস্থাই চলবে না কি নতুন সূচনা করা প্রয়োজন।
পাকিস্তান সবসময়ই সার্বিক আলোচনার পক্ষপাতী বলে দাবি করে অবশ্য বসিত যথারীতি অনুযোগ করেন, তাঁর দেশ ধৈর্য্য ধরে রয়েছে, দ্বিপাক্ষিক আলোচনা নতুন করে শুরুর অপেক্ষায় রয়েছে, ভারতের দিক থেকেই আগ্রহে খামতি রয়েছে।
উরি, নাগরোটার সন্ত্রাসে পাকিস্তান থেকে আসা জঙ্গিদের যোগ থাকার অভিযোগ, ভারতীয় সেনার নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যেই বসিত বলেছেন, আমার মনে হয়, ৭০টা বছর আমরা নষ্ট করেছি। সময় এসেছে, ঠিক করতে হবে, আমরা ঠিক কী চাই। পাকিস্তান চিরকাল ভারতের প্রতি শত্রুতা জিইয়ে রাখতে চায় না। দুটি দেশেই গভীর সমস্যা আছে, যা উপেক্ষা করা যায় না। তবে শেষ পর্যন্ত আমরা নির্দিষ্ট লক্ষ্যে কূটনীতি চালাতে পারি। পরস্পরের ভাল লাগে, এমন ফল আসতে পারে, ভাল সূচনা করা যায়।
তবে বাসিত এও জানিয়ে দেন, পাকিস্তানের কাছে মূল ইস্যু কাশ্মীরই, যার সমাধানসূত্র পাওয়া গেলেই দুটি দেশের মধ্যে আস্থার ঘাটতি পুষিয়ে দেওয়া যেতে পারে।