এক্সপ্লোর
Advertisement
এই ফলের জন্য তৈরি ছিলাম না আমরা, ত্রিপুরায় বিজেপির জয় নিয়ে বললেন মানিক সরকার
আগরতলা: বিজেপির ত্রিপুরা জয় তাঁদের কাছে অপ্রত্যাশিত ছিল। স্বীকার করে নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ভোটের যে এই ফল হতে চলেছে তা ঘুণাক্ষরেও তাঁদের কল্পনায় ছিল না বলেও জানিয়েছেন তিনি।
২০১৩-য় একটিও আসন না জেতা বিজেপি এবার বিপুলভাবে জিতে নিয়েছে ত্রিপুরা। ২৫ বছরের সিপিএম শাসনের সমাপ্তি ঘটিয়ে দুই তৃতীয়াংশ আসন জিতেছে তারা। চারবার মুখ্যমন্ত্রী থাকা মানিকবাবু এক সংবাদ চ্যানেলকে জানিয়েছেন, বিজেপির এই জয়ের জন্য মোটেই তৈরি ছিলেন না তিনি। পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে, এই ফল পুরোপুরি অপ্রত্যাশিত।
মানিক আরও বলেছেন, রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য জোগাড় করছেন তাঁরা, সব পরিসংখ্যান খতিয়ে দেখার পরেই পৌঁছবেন চূড়ান্ত সিদ্ধান্তে।
কেরল সিপিএমও বলেছে, ত্রিপুরায় এতদিন রাজত্বের পর দলের এই পরাজয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। দলের বরিষ্ঠ নেতা ও মন্ত্রী এ কে বালান আবার অভিযোগ করেছেন, বিজেপি টাকা ও পেশিশক্তির জোরে ক্ষমতা হাসিল করেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন আবার দলীয় নেতৃত্বকে অনুরোধ করেছেন বিজেপিকে লড়াই দিতে অন্যান্য ‘ধর্মনিরপেক্ষ’ দলের সঙ্গে হাত মেলাতে।
গতকালই রাজ্যপাল তথাগত রায়ের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মানিক সরকার। কিন্তু নয়া মুখ্যমন্ত্রী শপথগ্রহণ না করা পর্যন্ত রাজ্যপাল তাঁকে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement