খুনি স্বামীকে বাঁচাতে একবার তাঁর সাহায্য চেয়েছিলেন এক মহিলা, জানালেন রাহুল
নয়াদিল্লি: ২০০৪ সালে সক্রিয় রাজনীতিতে যোগ দেন রাহুল গাঁধী। সেই থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। তেমনই একটি অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন কংগ্রেস সভাপতি।
বর্তমানে গ্লোবাল অর্গানাইজেশন অফ পিপল অফ ইন্ডিয়ান অরিজিন (গোপিও)-তে অংশগ্রহণ করতে বাহরিনে গিয়েছেন রাহুল। কংগ্রেস সভাপতি হওয়ার পর প্রথমবার বিদেশ সফরে গিয়েছেন তিনি। সেখানেই একটি সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে অতীতের একটি ঘটনার কথা স্মরণ করেন তিনি।
বলেন, কয়েক বছর আগে, উত্তরপ্রদেশের একটি বাজারে তাঁর সঙ্গে এক মহিলার আলাপ হয়েছিল। মহিলা তাঁর কাছে ছুটে এসে বলেন, এই সব মানুষরা আমার জীবন নষ্ট করে দিয়েছে।
রাহুল জানান, তিনি ওই মহিলাকে প্রশ্ন করেন, কী হয়েছে? মহিলা বলে ওঠেন, পুলিশ আমার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ জুড়েছে। ওকে বাঁচান।
রাহুল জানান, প্রথমে তাঁর মনে হয়েছিল, হয়ত পুলিশ ওই মহিলার স্বামীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছে। তিনি এক পুলিশকর্মীকে ডেকে প্রশ্ন করেন, কেন ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যে হত্যার মামলায় অভিযুক্ত করা হল?
রাহুল যোগ করেন, পুলিশকর্মী তাঁর মুখে ওই প্রশ্ন শুনে বিস্মিত হয়ে যান। তাতেই সন্দেহ হয়। কংগ্রেস সভাপতি ওই মহিলাকে প্রশ্ন করেন, আপনার স্বামী কি কাউকে হত্যা করেছে? জবাবে মহিলা জানান, হ্যাঁ করেছে।
রাহুল ওই মহিলাকে ফের প্রশ্ন করেন, আপনার স্বামী যদি হত্যা করেই থাকে, তাহলে আমি কি করে আপনি সাহায্য চাইছেন। রাহুল যোগ করেন, জবাবে ওই মহিলা পাল্টা প্রশ্ন করেন, তাহলে আপনি নেতা এখানে কী করছেন? নেতা হয়ে আপনার ফায়দা কী?
সম্মলনে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রাহুল বলেন, সেই দিন থেকে আমি এই দুই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি।