‘নিসর্গ’-য় ফেঁসে গিয়ে আসতে পারেনি বাড়ির লোকজন, নাবালিকার ওপেন হার্ট সার্জারির জন্য রক্ত দিলেন পুলিশকর্মী
সাইক্লোন ‘নিসর্গ’-র জন্য আটকে পড়ে উপস্থিত হতে পারল না পরিবার, ১৪ বছরের কিশোরীর অস্ত্রোপচারের জন্য রক্ত দিলেন পুলিশকর্মী।
মুম্বই: সাইক্লোন ‘নিসর্গ’-র জন্য আটকে পড়ে উপস্থিত হতে পারল না পরিবার, ১৪ বছরের কিশোরীর অস্ত্রোপচারের জন্য রক্ত দিলেন পুলিশকর্মী।
কোভিড-১৯ পরিস্থিতিতে গোটা দেশে রক্তের টান পড়েছে ব্লাড ব্যাঙ্কে। সেইসঙ্গে সাইক্লোন নিসর্গ মহারাষ্ট্রের বুকে আছড়ে পড়ায় স্বাস্থ্য পরিষেবায় বিপত্তি ঘটিয়েছে। গত বুধবার যখন মুম্বইয়ের বুকে আঘাত করেছিল নিসর্গ, তখন হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিল বছর ১৪-র সানা ফতিমা খান। সেইদিনই ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা ছিল তার। কিন্তু ঝড়ের কবলে পড়ে সঠিক সময় হাসপাতালে পৌঁছে পারেনি পরিবার। মেয়েটির শারীরিক অবস্থার কারণে পিছনো সম্ভব ছিল না অস্ত্রোপচারের সময়। এ+ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল সানার। কিন্তু পরিবার না আসতে পারার কারণে ব্যবস্থা হয়নি রক্তেরও।
পরিস্থিতি দেখে এগিয়ে আসেন ওই হাসপাতালেই কর্মরত পুলিশকর্মী আকাশ গাইকোয়াড়। কিশোরীর সঙ্গে মিলে যায় তাঁর রক্তের গ্রুপ। অস্ত্রোপচার যেন আটকে না থাকে, এই চেষ্টায় রক্তদান করার সিদ্ধান্ত নেন তিনি।
মুম্বইয়ের কাউন্সিলর অফ পুলিশ শ্রী পরমবীর সিং ঘটনাটি ট্যুইটারে ছবি সহ পোস্ট করেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ওই পুলিশকর্মীকে বিশেষ সম্মান জানানোর ব্যবস্থা করেন।
এই ঘটনায় ফের পুলিশের মানবিক রূপটি উঠে এল দেশের সামনে।