এক্সপ্লোর
একদল বাচ্চাকে মোদী বললেন তাঁর প্রিয় সিনেমা কী

নয়াদিল্লি: পরিশ্রমী নেতার ভাবমূর্তি তাঁর। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি একদিনও ছুটি নেননি। কাজেই নরেন্দ্র মোদীর অবসর বিনোদনের মতো সময়ই তাঁর নেই। যেভাবে সারাদিন তিনি ব্যস্ত থাকেন তাতে সিনেমা দেখার মতো সুযোগ তাঁর হয় না বলেই ধরে নেওয়া যায়। গত সপ্তাহে জম্মু ও কাশ্মীরের লাদাখ ও সিকিমের একদল পড়ুয়ার সঙ্গে কথাবার্তা বলার সময় মোদী স্বীকার করেছেন যে, কোনও সিনেমা দেখার মতো সময় তিনি পান না। পড়ুয়ারা মোদীকে প্রশ্ন করে, তিনি সিনেমা দেখার সময় পান কিনা এবং দেখলে কি ধরনের সিনেমা দেখেন। জবাবে মোদী বলেছেন, তিনি সিনেমা দেখার সময় পান না। আর পছন্দের সিনেমা হিসেবে পুরানো দিনের সিনেমার কথা বলেছেন। পড়ুয়াদের প্রধানমন্ত্রী বলেন, যখন তরুণ ছিলেন তখনকার বেশিরভাগ ছবিতে রাজেন্দ্র কুমার থাকতেন। আর ওই ছবিগুলি খুব একঘেঁয়ে লাগত তাঁর। এরপরই নিজের পছন্দের সিনেমার নাম বলেন মোদী। তিনি জানান, তাঁর প্রিয় সিনেমা দেবানন্দ অভিনীত 'গাইড'। সীমান্ত সুরক্ষা বাহিনী আইটিবিপি-র উদ্যোগে প্রধানমন্ত্রীর বাসভবনে এসেছিল লাদাখ ও সিকিমের ৫৩ জন ছাত্রছাত্রী। নানা বিষয়ের কথাবার্তার মধ্যে প্রধানমন্ত্রী খুদে পড়ুয়াদের দুর্নীতি মুক্ত দেশের লক্ষ্য পূরণের জন্য উত্সাহিত করেন। পড়ুয়া ফিট থাকার জন্য নিয়মিত যোগাভ্যাসেরও পরামর্শ দেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















