এক্সপ্লোর
Advertisement
কেরলে কে মুখ্যমন্ত্রী, ঠিক হবে কাল, জানালেন কারাট
নয়াদিল্লি: ‘দুর্নীতিগ্রস্ত’ ইউডিএফ-কে কেরলবাসী প্রত্যাখ্যান করেছেন বলেই রাজ্যে এমন ‘বিপুল’ জয় পেল বাম গণতান্ত্রিক মোর্চা। এমনই বললেন প্রকাশ কারাট। পশ্চিমবঙ্গে ব্যাপক ভরাডুবি হলেও দক্ষিণের রাজ্যে দারুণ ফল করছে তাঁর দল। কিন্তু কে হবেন মুখ্যমন্ত্রী, তা ঠিক হয়নি এখনও। এবার কাউকে মুখ হিসাবে সামনে রেখে ভোটে লড়েনি বামেরা। তবে পিনারাই বিজয়ন আর ৯২ বছর বয়সি ভি এস অচ্যুতানন্দনের মধ্যে কোনও একজনকেই মুখ্যমন্ত্রী পদে বাছাই করা হবে।
১৪০টি আসনের মধ্যে প্রায় ৯১টিতে জয় প্রায় নিশ্চিত বামেদের। দলের কেরল শাখায় পিনারাই বিজয়নকে মুখ্যমন্ত্রী করার পক্ষে সংখ্যাগরিষ্ঠের মত থাকলেও শেষ পর্যন্ত কে মসনদে বসবেন, তা নিয়ে জল্পনা চরমে। প্রাক্তন সিপিএম সাধারণ সম্পাদক কারাট আজ বলেছেন, কাল দলের রাজ্য কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকেই মুখ্যমন্ত্রী কে, ঠিক হবে।
কেরলের সাফল্যের কারণ বিশ্লেষণ করে কারাট বলেছেন, বাম গণতান্ত্রিক মোর্চা কেরলে বিরাট জয় পেয়েছে কেননা জনগণ দুর্নীতিমুক্ত সরকার তৈরির মঞ্চকেই সমর্থন করেছেন। তারা ইউডিএফ সরকার, তার অপশাসন ও দুর্নীতিকে প্রত্যাখ্যান করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement