এক্সপ্লোর
জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়িয়ে থাকতে সমস্যা কোথায়, প্রশ্ন অনুপম খেরের

পুনে: যদি আমরা রেস্তোঁরায় গিয়ে অপেক্ষা করতে পারি, সিনেমা বা পার্টি হলের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারি, সিনেমা দেখতে গিয়ে জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়াতে হলে সমস্যা কোথায়। প্রশ্ন অনুপম খেরের। পুনেয় প্রমোদ মহাজন মেমোরিয়াল অ্যাওয়ার্ড নিতে যান তিনি। সেখানেই এই মন্তব্য করেন। অনুপম ছাড়াও পুরস্কৃত করা হয় তিন তালাক মামলায় প্রথম আবেদনকারী সায়ারা বানুকে। বর্ষীয়াণ অভিনেতা ও এফটিআইআইয়ের চেয়ারম্যান বলেন, কেউ কেউ বলছে, জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ানো অত্যাবশ্যক করা উচিত নয়। কিন্তু তিনি মনে করেন, জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়ানো ব্যক্তি কীভাবে বড় হয়েছে তার দ্যোতক। আমরা বাবা বা শিক্ষকের সামনে উঠে দাঁড়াই। জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়ালে তা দেশকে সম্মান জানানো বোঝায়। অ্যাওয়ার্ড ওয়াপসি ইস্যুতেও মুখ খোলেন অনুপম। তাঁর মন্তব্য, ১৫ বছর বয়সে পরীক্ষা পাশ করতে না পেরে ব্যর্থতার মুখোমুখি হতে শেখেন তিনি। তাই পুরস্কার ফিরিয়ে দিয়ে তাঁকে ভয় দেখানো যায় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















