এক্সপ্লোর
ওদের বছরের পর বছর শাসনে দেশে গরিবি, দুর্নীতি, বেকারি বেড়েছে, নানা প্রতিরক্ষা ডিলে কেলেঙ্কারি হয়েছে, কংগ্রেসকে জোটে না নেওয়ার কারণ ব্যাখ্যা মায়াবতীর

লখনউ: কেন কংগ্রেসকে বাইরে রেখেই উত্তরপ্রদেশে জোট করছেন অখিলেশ সিংহ যাদব, মায়াবতী? সাংবাদিক সম্মেলনে উত্তরপ্রদেশে ২০১৯ এর লোকসভা ভোটে নিজেদের মধ্যে জোট গড়ার সিদ্ধান্ত ঘোষণা করে কংগ্রেসকে সঙ্গে না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন বহুজন সমাজ পার্টি (বসপা) সভানেত্রী মায়াবতী। কংগ্রেসের বছরের পর বছর শাসনে দেশে গরিবি, দুর্নীতি, বেকারি বেড়েছে, নানা প্রতিরক্ষা ডিলে কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি অতীতে কংগ্রেসের সঙ্গে রফা করে তাঁর দলের কোনও লাভ হয়নি বলেও উল্লেখ করেন মায়াবতী। বলেন, অতীতে দেখেছি, আমাদের ভোট কংগ্রেসের ঝুলিতে গেলেও উল্টোটা হয়নি। কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে আমরা লাভবান হইনি, কিন্তু সপা-বসপা জোটের ক্ষেত্রে ভোট বদলাবদলি একেবারে ঠিকঠাক রয়েছে। বিজেপি, কংগ্রেসের তুলনা টেনেও মায়াবতী বলেন, কংগ্রেস দেশে জরুরি অবস্থা জারি করেছিল আর বিজেপি শাসনে অঘোষিত জরুরি অবস্থা চলছে। সপা-বসপার বোঝাপড়া ‘স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক জোট’ কিনা, প্রশ্ন করা হলে মায়াবতী মন্তব্য করেন, এই রফা দীর্ঘদিন অটুট থাকবে, লোকসভা ও উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পরও চলবে। মায়াবতী তাঁদের জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী মুখ হতে পারেন কিনা, জানতে চাওয়া হলে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশ বেশ কয়েকবার দেশকে প্রধানমন্ত্রী উপহার দিয়েছে। ফের ভারতের প্রধানমন্ত্রী হবেন উত্তরপ্রদেশের কেউ। সপা ছেড়ে বেরিয়ে সম্প্রতি প্রগতিশীল সমাজবাদী পার্টি-লোহিয়া গঠন করা শিবপাল সিংহ যাদবের পিছনে বিজেপি প্রচুর পয়সা ঢালছে বলেও অভিযোগ করেন মায়াবতী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















