২ দিনে একটা মেডিক্যাল বুলেটিন, সরকার কী তথ্য লুকোচ্ছে? প্রশ্নের মুখে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
সরকার কি তথ্য লুকোচ্ছে?
তেলঙ্গানা: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দরের সাংবাদিক বৈঠকের পর কেটে গিয়েছে ৪৮ ঘণ্টা, কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেনি তেলঙ্গানা সরকার। পরের মেডিক্যাল বুলেটিন প্রকাশিত হয় শনিবার রাতে। কেসিআর দাবি করেন, রাজ্যে কোনও রোগী নতুন করে আক্রান্ত না হলে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই কোরনাভাইরাস মুক্ত হবে তেলঙ্গানা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিঃসন্দেহে গোটা রাজ্যেই আশার আলো নিয়ে এসেছে। মানুষ ভরসা পাচ্ছেন। তবে এসবের মধ্যেও থেকে যাচ্ছে শঙ্কা। প্রশ্ন। উদ্বেগ। সরকার কি তথ্য লুকোচ্ছে?
পড়ুন: নতুন করে কেউ আক্রান্ত না হলে, ৭ এপ্রিলের মধ্যেই করোনামুক্ত হবে তেলঙ্গানা: কেসিআর
যেখানে প্রতিটি রাজ্যে দিনেরাতে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে করোনা পরিস্থিতি জানানো হচ্ছে, সেখানে তেলঙ্গানায় কেনও এতো অনিয়ম? ৪৮ ঘণ্টায় স্রেফ একটি মেডিক্যাল বুলেটিন? তেলঙ্গানায় বিজেপির মুখপাত্র কে কৃষ্ণ সাগর রাও যেমন বলছেন, “যদি সরকার মেডিক্যাল বুলেটিন না প্রকাশ করে, এতে গুজবের আশঙ্কা বাড়বে। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে।” বিজেপির তরফে দাবি করা হচ্ছে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দিনে অন্তত একটি করে যেন মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে।
A medical bulletin from #Telangana after 48 hours. Last official bulletin was on Thursday night. Eight #COVID19 cases reported today. Total at 67 (65 active). No further details. pic.twitter.com/uKEGh5jCh3
— Nitin B (@NitinBGoode) March 28, 2020
একই প্রশ্ন তুলেছে কংগ্রেসও। রাজ্যের কংগ্রেস মুখপাত্র নিজামউদ্দিনের বক্তব্য, “স্বচ্ছতার অভাব রয়েছে। সরকারের উচিত আরও তথ্য প্রকাশ করা। সঠিক তথ্য দেওয়াই সরকারের দায়িত্ব। মহামারী ঠেকাতে অযথা সময় নষ্ট করা কখনই কাম্য নয়।”