এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত বাছাইয়ের আগে আলোচনা হবে বিরোধীদের সঙ্গেও: অমিত শাহ
নয়াদিল্লি: কেন্দ্রের শাসক জোট এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী চূড়ান্ত বাছাই করার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করবে বলে জানালেন অমিত শাহ।
বিরোধী শিবির চেষ্টা করছে এমন কাউকে ওই শীর্ষ সাংবিধানিক পদের জন্য বাছাই করা হোক যাঁকে ঘিরে যৌথ ঐকমত্য হওয়া সম্ভব। কিন্তু তাঁরাও কি এ ব্যাপারে বিরোধীদের সঙ্গে ঐকমত্যে পৌঁছতে চান, প্রশ্ন করা হলে স্পষ্ট জবাব এড়িয়ে বিজেপি সভাপতি বলেন, ঐকমত্য শব্দটাকে নানা অর্থে ব্যবহার করা যায়। আমরা প্রত্যেকের সঙ্গেই আলোচনা করব। কথা বলব বিরোধীদের সঙ্গেও।
গতকালই আলোচনায় বসে কংগ্রেস, তৃণমূল, বামেরা জানিয়ে দিয়েছে, শাসক শিবির হিন্দুত্ববাদী মানসিকতাসম্পন্ন কাউকে রাষ্ট্রপতি পদের জন্য বাছলে তারাও পাল্টা বিরোধীদের পক্ষ থেকে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির অধিকারী, কাউকে প্রার্থী করবে। যদিও সংখ্যার বিচারে তাদের পক্ষে পাল্লা ভারী হওয়ার ফলে বিরোধীদের সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়ার কথা নয় শাসক জোটের।
অমিত শাহ জানান, তাঁরা কারও নাম স্থির করেননি এখনও। আগে এনডিএ জোটের শরিকদের সঙ্গে এ নিয়ে কথা হবে, তারপর তাঁরা বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ইলেক্টোরাল কলেজের মোট ভোট সংখ্যা ১১০৪৫৪৬টি ভোট। তার মধ্যে বিজেপি-এনডিএ-র ঝুলিতে এখনই রয়েছে ৫.৩৮ লক্ষ ভোট। শোনা যাচ্ছে, জগনমোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি এনডিএ-কে সমর্থন করবে। সমর্থনের ইঙ্গিত দিয়েছে তেলঙ্গানার ক্ষমতাসীন দল টিআরএস-ও। তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে-র দুই গোষ্ঠীও তাদের পাশে দাঁড়াবে বলে আভাস পেয়েছে বিজেপি।
উপরাষ্ট্রপতি পদের নির্বাচনেও এনডিএ-র দিকেই পাল্লা ঝুঁকে আছে। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮৭ সদস্যের মধ্যে ৪১৮ জনের সমর্থন রয়েছে কেন্দ্রের শাসক দলের পক্ষেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement