আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনও অভিযোগ নেই, দাবি মীরা কুমারের
নয়াদিল্লি: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের তাঁর লড়াইয়ের ভিত্তি হবে গণতান্ত্রিক মূল্যবোধ, সার্বিক অংশগ্রহণ, সামাজিক ন্যায়বিচার এবং জাতপাতের কাঠামোকে বিনাশ করা। এমনটাই জানালেন বিরোধী পদপ্রার্থী মীরা কুমার।
দেশের অন্যতম জনপ্রিয় দলিত নেতা জগজীবন রামের কন্যা মীরার লড়াই এনডিএ-র দলিত নেতা রামনাথ কোবিন্দের বিরুদ্ধে। এই প্রসঙ্গে দেশের প্রাক্তন লোকসভার স্পিকারের আক্ষেপ, রাষ্ট্রপতি নির্বাচনকেও লোকে দলিত বনাম দলিতের লড়াই হিসেবে দেখছেন। তাঁর মতে, এই জাতপাতের ব্যবস্থার অবসান ঘটানো জরুরি।
এদিন মীরা কুমার জানান, তিনি গুজরাতের সবরমতী আশ্রম থেকেই নিজের নির্বাচনী প্রচার শুরু করবেন। তাঁর দাবি, আমি যখন স্পিকার ছিলাম, আমার কাজ করার ধরন সকল সাংসদরাই পছন্দ করতেন। তিনি যোগ করেন, কেউ বলতে পারবেন না, যে তিনি পক্ষপাতদুষ্ট। বলেন, আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি।
প্রসঙ্গত, সম্প্রতি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ২০১৩ সালে লোকসভার অধিবেশনের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, সুষমার বক্তব্য পেশ করার সময় বারবার তাঁকে বাধা দিচ্ছেন মীরা কুমার। এদিন সম্ভবত, সেই অভিযোগের জবাব দিলেন মীরা বলেই মনে করছে রাজনৈতিক মহল।