এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
যদি সুপ্রিম কোর্ট তিন তালাক নিষিদ্ধ করে, তবে কেন্দ্র মুসলিম বিবাহ ও বিচ্ছেদ সংক্রান্ত আইন আনবে, শীর্ষ আদালতে কেন্দ্র
নয়াদিল্লি: এই মুহূর্তে তিন তালাক ছাড়া অন্য কোনও ইস্যু বিবেচনা করার সময় নেই। কিন্তু ভবিষ্যতে বহুবিবাহ ও নিকাহ হালালা বিচারাধীন করা যেতে পারে। বলল সুপ্রিম কোর্ট।
কেন্দ্রের পক্ষ থেকে সওয়ালে নেমে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, তিন তালাক ইস্যুর অন্যতম অঙ্গ এই বহুবিবাহ ও নিকাহ হালালা। ২ বিচারপতির বেঞ্চ তালাক ইস্যুটি যখন সাংবিধানিক বেঞ্চে পাঠায়, তখন তারা একইসঙ্গে পাঠায় বহুবিবাহ ও নিকাহ হালালা ইস্যুও। অতএব একইসঙ্গে এই তিনটি বিষয়ের নিষ্পত্তি করুক সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানায়, এই মুহূর্তে হাতে সময় কম থাকায় তিনটি বিষয় নিয়েই পর্যালোচনা হয়তো সম্ভব নয়। ভবিষ্যতে বিবেচনার জন্য এগুলি রাখা থাকবে। জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, যদি শীর্ষ আদালত এই তিন প্রথার ইতি টানে তো এ ব্যাপারে আইন আনবে কেন্দ্র।
তিন তালাক ইস্যুতে বেশ কিছু পিটিশনের ভিত্তিতে এই মামলার চূড়ান্ত শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট। শেষ শুনানিতে তারা বলেছে, মুসলিমদের মধ্যে বিয়ে ভাঙার পন্থা হিসেবে নির্দিষ্ট তিন তালাক জঘন্যতম প্রথা, যা কোনওভাবেই কাঙ্খিত নয়।
শুক্রবারের শুনানিতেও রাম জেঠমালানি ও আরিফ মহম্মদ খানের মত বরিষ্ঠ আইনজীবী তিন তালাক নিষিদ্ধ করার পক্ষে জোরদার সওয়াল করেছেন। জেঠমালানি যখন এই প্রথার সংবিধানবিরোধী চেহারা তুলে ধরেছেন, আরিফ মহম্মদ খান তখন বলেছেন, আরব এলাকায় আগে শিশুকন্যাকে জ্যান্ত পুঁতে ফেলার প্রথা ছিল। তিন তালাক তারই সমতুল্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement