এক্সপ্লোর
Advertisement
কেরলে বিজেপি-আরএসএস কর্মীদের ওপর হামলাকারীদের চোখ উপড়ে নেব, হুমকি বিজেপি নেত্রীর
রায়পুর: কেরলে যদি তাঁদের কর্মীদের খুন অব্যাহত থাকে তবে অপরাধীদের চোখ উপড়ে নেবেন। এমনই হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক সরোজ পান্ডে। বিরোধী কংগ্রেস তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।
ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহারি এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে সরোজ পান্ডে বলেন, কেরলে দলীয় সভাপতি অমিত শাহ যে জন সুরক্ষা যাত্রা করেন, তা ভবিষ্যতের কথা ভেবে। কারণ দুষ্কৃতীরা ফের যদি আমাদের কর্মীদের ওপর হামলা করে, তবে ঘরে ঢুকে তাদের চোখ উপড়ে নেওয়া হবে।
কেরলে বিজেপি-আরএসএস ও ক্ষমতাসীন সিপিএমের মধ্যে সংঘর্ষে রক্তপাত রোজকার ঘটনা। সেই প্রসঙ্গ টেনে সরোজ আরও বলেন, গোটা বিশ্বে বিজেপির ১১ কোটি কর্মী রয়েছেন, যেভাবে কেরলে আরএসএস-বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, গণতন্ত্রে তা গ্রহণযোগ্য নয়। কেরলে তাঁদের ২০, ২২ ও ২৫ বছরের ৩০০-র বেশি কর্মী খুন হয়েছেন। কেন্দ্রে তাঁদের সরকার রয়েছে, চাইলে তাঁরা রাজ্য সরকার ফেলে দিতে পারেন। কিন্তু তাঁরা গণতন্ত্রে বিশ্বাস করেন, যে সব দল কেরল ও পশ্চিমবঙ্গ শাসন করছে তাদেরও গণতন্ত্রকে সম্মান করা উচিত।
সরোজের মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। তাদের বক্তব্য, কোনও বরিষ্ঠ মহিলা রাজনীতিকের এ ধরনের চোখ উপড়ে নেওয়ার মত মন্তব্য করা উচিত নয়। তাঁর ও তাঁর দলের আসল চেহারা উন্মুক্ত করে দিয়েছে এই মন্তব্য। গণতন্ত্রে কোনও ধরনের হিংসাই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement