এক্সপ্লোর
সন্ত্রাস: পাকিস্তানকে সবচেয়ে সুবিধাভোগী দেশের মর্যাদা খতিয়ে দেখবে ভারত

নয়াদিল্লি: পাকিস্তানকে এক সময় দেওয়া সবচেয়ে সুবিধাভোগী দেশের (এমএফএন) মর্যাদা খতিয়ে দেখবে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন এ কথা। নিরাপত্তা, বাণিজ্য সংক্রান্ত লাভ-ক্ষতি মাথায় রেখেই এ ক্ষেত্রে ভারত এগবে, বলেছেন তিনি। গতকাল পাকিস্তানের পার্লামেন্টে নওয়াজ শরিফ নিহত হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির প্রশংসা করে তাঁকে ‘কাশ্মীরের মাটির ছেলে’ বলে উল্লেখ করেছেন। স্বরূপ বলেন, এটাই দেখিয়ে দিচ্ছে, পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাসে জড়িত। নিজে থেকে ভারত কি এমএফএন মর্যাদা পাকিস্তানের থেকে প্রত্যাহার করে নেবে, জানতে চাওয়া হলে তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে চলাকেই সরকার অগ্রাধিকার দেয়, তবে সন্ত্রাস কখনই রপ্তানির পণ্য হতে পারে না। আমরা নিজেদের নিরাপত্তা ও ব্যবসা সংক্রান্ত স্বার্থ বিচার করেই বিষয়টি রিভিউ করব। চলতি সপ্তাহের গোড়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক পরামর্শদাতা সরতাজ আজিজকে উদ্ধৃত করে পাক মিডিয়া জানায়, ফোনে দু দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কথা বলার পর ভারত উত্তেজনা হ্রাসে সম্মত হয়েছে। উরির হামলা ও নিয়ন্ত্রণ রেখার ওপারে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর এটাই ছিল দুটি দেশের মধ্যে প্রথম যোগাযোগ। কিন্তু স্বরূপকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গত জানুয়ারিতেই দু দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে ঠিক হয়েছিল, উভয় দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা পরস্পরের মধ্যে যোগাযোগ রেখে চলবেন এবং তাঁদের কথাবার্তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। ভারত কিন্তু সেই শর্তের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















