এক্সপ্লোর
Advertisement
নোট সংকট: পিওএস মেশিনগুলি থেকে কোনও চার্জ ছাড়াই তোলা যাবে ২০০০ টাকা, জানাল এসবিআই
নয়াদিল্লি: দেশের কোনও কোনও অংশের এটিএমগুলিতে টাকা না থাকার সমস্যা মোকাবিলায় নয়া উদ্যোগ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ছোট ছোট শহরের গ্রাহকরা রিটেল আউটলেটগুলির পিওএস মেশিনগুলি থেকে কোনও চার্জ ছাড়াই দিনে ২০০০ টাকা করে তুলতে পারবেন। স্টেট ব্যাঙ্ক সূত্রে এ কথা জানানো হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, রিটেল আউটলেটগুলিতে পিওএস মেশিন থেকে টায়ার ১ এবং টায়ার ২ শহরগুলির ক্ষেত্রে দৈনিক টাকা তোলার সর্বোচ্চ পরিমাণ প্রতি কার্ডে ১০০০ টাকা এবং ছোট শহরগুলির ক্ষেত্রে ২০০০ টাকা।
স্টেট ব্যাঙ্কের চিফ অপারেটিং অফিসার নীরজ ব্যাস ট্যুইট মারফত জানিয়েছেন, গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে টায়ার ৩ থেকে টায়ার ৬ পর্যন্ত শহরের পিওএস মেশিনগুলি থেকে কোনও চার্জ ছাড়াই ২০০০ টাকা এবং টায়ার ১ এবং টায়ার ২ শহরগুলির ক্ষেত্রে ১০০০ টাকা করে তুলতে পারবেন।
স্টেট ব্যাঙ্কের মোট ৬.০৮ লক্ষ পিওএস মেশিন রয়েছে, যেগুলির মধ্যে ৪.৭৮ লক্ষ মেশিন থেকে স্টেট ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকরা টাকা তুলতে পারেন।For withdrawals upto Rs2000, @TheOfficialSBI has cash@POS facility @ 4.78 lac POS machines. Customer can use SBI & any other bank debit card to withdraw cash upto Rs2000 in Tier 3 to 6 & upto Rs1000 in Tier 1 & 2 cities per card per day presently without any charges. #CashCrunch
— Neeraj Vyas (@Neerajvyas1958) April 19, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement