এক্সপ্লোর
ফাঁকা ট্রেনের শৌচাগার থেকে চুরি, গ্রেফতার মহিলা

মুম্বই: ফাঁকা এক্সপ্রেস ট্রেনের শৌচাগারের আসন ও বেসিন চুরি করে পালাতে গিয়ে ধরা পড়লেন এক মহিলা। মুম্বইয়ের শহরতলির ঘাটকোপার স্টেশনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কামাখ্যা-লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেসের যাত্রা শেষ হয় ঠানেতে। এরপর ফাঁকা ট্রেনটিকে পাঠিয়ে দেওয়া হয় ঘাটকোপারে। কিন্তু লুপ লাইনে চলে যাওয়ার পরেও রেলকর্মীরা ট্রেনটির দরজাগুলি বন্ধ করেননি। এরই সুযোগ নিয়ে সরিতা গুপ্ত নামে কাগজ কুড়ানি ওই মহিলা ট্রেনে উঠে পড়েন। তিনি শৌচাগারের দুটি আসন এবং তিনটি বেসিন নিয়ে ট্রেন থেকে নেমে পড়েন। কিন্তু শেষরক্ষা হয়নি। চুরি করে পালানোর সময় ধরা পড়ে যান ওই মহিলা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















