এক্সপ্লোর
Advertisement
গুরুগ্রামে অটো থেকে ছুঁড়ে ফেলে শিশুকে খুন করল দুষ্কৃতীরা, গণধর্ষণ মাকে
গুরুগ্রাম: গুরুগ্রামে ফের খুন ও গণধর্ষণ। অভিযোগ, এক মহিলাকে ধর্ষণের সময় তাঁর ছোট্ট মেয়ে কেঁদে ওঠায় তাকে চলন্ত অটো থেকে ছুঁড়ে ফেলেছে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মারা গিয়েছে শিশুটি।
বছর তেইশের ওই মহিলা আইএমটি মানেসরের কাছে একটি গ্রামে থাকেন। তাঁর বক্তব্য, ২৯ মে স্বামীর সঙ্গে ঝগড়ার পর মাঝরাতে ৯ মাসের মেয়েকে নিয়ে তিনি রওনা হল খান্ডসা গ্রামে, তাঁর বাপের বাড়িতে। একটি অটোরিকশায় ওঠেন তিনি, তাতে বসেছিল ৩ জন পুরুষ।
অভিযোগ, তিনি অটোয় ওঠার সঙ্গে সঙ্গে ওই তিনজন তাঁর শ্লীলতাহানি শুরু করে। ধস্তাধস্তিতে কেঁদে ওঠে তাঁর বাচ্চা। তখন তারা মেয়েটিকে কেড়ে নিয়ে অটো থেকে ছুঁড়ে ফেলে দেয়।
এরপর দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের কাছে খান্ডসা রোডে অটো রিকশার মধ্যেই তারা তাঁকে গণধর্ষণ করে।
তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে অটো থেকে মেয়েকে ছুঁড়ে ফেলারই অভিযোগ করেছিলেন মহিলা পরে বলেন ধর্ষণের কথা। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে মহিলা ডাক্তারি পরীক্ষায় রাজি হননি।
অল্পদিনের তফাতে পরপর ধর্ষণের ঘটনায় চিন্তিত হরিয়ানা সরকার। গত মাসে রোহতকের বাইরে উদ্ধার হয় গণধর্ষিতা এক তরুণীর দেহ, গুরুগ্রামে বাড়ির কাছ থেকে অর্ধঅচেতন অবস্থায় উদ্ধার হন আর এক তরুণী, তাঁকে ধর্ষণ করা হয় চলন্ত গাড়িতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement