এক্সপ্লোর
Advertisement
ফাঁদে পড়ে ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা মহিলা পুলিশের
মুম্বই: পুলিশেরই পাতা ফাঁদে পড়ে ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা এক মহিলা কনস্টেবলের। মহারাষ্ট্রের কোলাপুরে এই ঘটনা ঘটেছে। ৩০০ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে নোটগুলি মুখে পুরে খেয়ে ফেলার চেষ্টা করেন ওই কনস্টেবল। পুলিশ সূত্রে এ কথা জানানো হয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পাসপোর্টের জন্য কারেক্টার সার্টিফিকেটের জন্য চাঁদগাড় থানায় এসেছিলেন ২৮ বছরের এক যুবক। এজন্য ওই থানায় মোতায়েন কনস্টেবল দিপালী খাড়কে তাঁর কাছ থেকে টাকা দাবি করেন। টাকা না দিয়ে ওই যুবক প্রথমে অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি)-র দ্বারস্থ হন। ওই যুবকের অভিযোগের ভিত্তিতে গতকাল ওই থানার রেকর্ড রুমে ফাঁদ পাতে পুলিশ। আর ফাঁদেই পা দেন খাড়কে।
কিন্তু ফাঁদে পা দিয়ে ফেলেছেন, এ কথা বুঝে নিতে দেরী হয়নি কনস্টেবল হিসেবে পাঁচ বছর ধরে কর্মরত খাড়কের। সঙ্গে সঙ্গে ঘুষ বাবদ পাওয়া নোটগুলি মুখে পুরে চিবিয়ে গিলে ফেলার চেষ্টা করেন।
এসিবি-র আধিকারিকরা এভাবে নোট গিলে খেতে দেখে হতচকিত হয়ে পড়েন। কিন্তু এরইমধ্যে এক মহিলা কনস্টেবল দ্রুত এগিয়ে গিয়ে খাড়কের মুখ খুলে চিবানো নোট বের করে আনেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement