এক্সপ্লোর
Advertisement
শ্লীলতাহানিতে বাধা, মা-মেয়েকে মার, মাথা মুড়িয়ে গ্রামের রাস্তায় ঘোরানো হল বিহারে, গ্রেফতার ২
স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জয় কুমার বলেছেন, ভগবানপুর থানার বিহারী গ্রামের কিছু লোকজন স্থানীয় ওয়ার্ড সদস্যের নেতৃত্বে ওই মহিলার বাড়ি ঢুকে তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলার বয়স চল্লিশের কোঠায়, তাঁর মেয়ের বয়স প্রায় ২০।
হাজিপুর( বিহার): শ্লীলতাহানির চেষ্টা ঠেকিয়ে দেওয়ার পর বিহারের বৈশালীর গ্রামে এক মহিলা, তাঁর মেয়েকে মারধর করে মাথা মুড়িয়ে গ্রামের রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠল। এ ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জয় কুমার বলেছেন, ভগবানপুর থানার বিহারী গ্রামের কিছু লোকজন স্থানীয় ওয়ার্ড সদস্যের নেতৃত্বে ওই মহিলার বাড়ি ঢুকে তাঁদের শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলার বয়স চল্লিশের কোঠায়, তাঁর মেয়ের বয়স প্রায় ২০। ঘটনার সময় ওই ২ জন ছাড়া বাড়িতে আর কেউ ছিলেন না। শ্লীলতাহানির চেষ্টা প্রবলভাবে রুখে দেন দুজনে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা, যাদের গ্রামে ভাল প্রভাব-প্রতিপত্তি আছে বলে খবর। তারা মা, মেয়েকে মারধর করে, নাপিত ডেকে ন্যাড়া করে গ্রামের রাস্তায় ঘোরায়। পরে ওয়ার্ড সদস্য খুরশিদ সহ অভিযুক্তদের বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ জানান দুই নির্যাতিতা।
এসএইচও জানান, খুরশিদ ও মা, মেয়ের মাথা কামিয়ে দেওয়া ক্ষৌরকারকে গ্রেফতার করা হয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement