এক্সপ্লোর
আদিত্যনাথের সভায় বোরখা খুলতে নির্দেশ মহিলাকে! বিতর্ক, তদন্তের নির্দেশ

প্রতীকী চিত্র
বালিয়া (উত্তরপ্রদেশ): যোগী আদিত্যনাথের সভায় সকলের সামনে এক মহিলাকে জোর করে বোরখা খোলানোর অভিযোগ ওঠার পর ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিল বালিয়া জেলা প্রশাসনের। গতকাল মুখ্যমন্ত্রী সভায় পৌঁছনোর আগে ওই মহিলাকে দিয়ে বোরখা সরানোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের এই পদক্ষেপ। জেলাশাসক সুরেন্দ্র বিক্রম ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে বলা হয়েছে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। সায়রা নামে ওই মহিলার দাবি, তাঁকে কর্তব্যরত মহিলা কনস্টেবলরা বোরখা সরাতে বলেন। সেই নির্দেশ মেনে নেন তিনি। নিজেকে বিজেপি সমর্থক বলে দাবি করে সায়রা তাঁর গ্রাম থেকে তাঁদের চিরাচরিত পোশাকে ওই সভায় গিয়েছিলেন বলে জানান। পুলিশ সুপার অনিল কুমার ভিডিও ফুটেজটি তাঁদের হাতে এসেছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
#WATCH: Woman asked by police to remove Burqa during CM Yogi Adityanath's rally in #UttarPradesh's Ballia, yesterday. pic.twitter.com/CgkQWUnXlC
— ANI UP (@ANINewsUP) November 22, 2017
তিনদিন আগে মিরাটে নির্বাচনী সমাবেশে কালো পতাকা দেখানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এ ব্যাপারে ধস্তাধস্তির মধ্যে এক ব্যক্তিকে মারধরও করেন বিজেপি সমর্থকরা। পুলিশ সুপার বলেন, এমন ঘটনার কথা কেউ বলেনি। তবে আমাদের কাছে নির্দেশ ছিল, মুখ্যমন্ত্রীকে সভায় কোনও কালো পতাকা যেন দেখানো না হয়। আমি বোরখা সরানোর ব্যাপারটা দেখব। প্রশ্ন উঠেছে, নিছক নিরাপত্তাজনিত কারণেই মহিলাকে বোরখা সরাতে বলা হয়েছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ ছিল। I have not been informed of any incident where a woman was asked to take off her burqa. However, everyone had the instructions to see that no one shows black cloth to Yogi ji. Whatever you are mentioning will be probed and action will be taken.: Anil Kumar, Balia SP pic.twitter.com/7PkgSOAQwF
— ANI UP (@ANINewsUP) November 22, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















