এক্সপ্লোর
বিহারের হাজিপুরে মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ১

হাজিপুর: বিহারের বৈশালী জেলার হাজিপুরে এক মহিলা গণ ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ। স্থানীয় কেলাবাজার এলাকায় এক অটো রিকশা চালক ও অন্য একজন ধর্ষণ করেছে তাঁকে। মহিলা সনাক্ত করার পর অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগটি স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় মহিলা পুলিশ স্টেশনে। অভিযোগকারিণী পটনা হাই কোর্টের এক আইনজীবীর বাড়ি পরিচারিকার কাজ করেন। গত রাতে অটো রিকশায় করে পটনা থেকে হাজিপুর যাচ্ছিলেন তিনি। তখন কেলাবাজারের কাছে নির্জন জায়গায় অটো চালক ও আর একজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তারা হুমকি দেয়, মুখ খুললে ভাল হবে না। ওই অটো রিকশাতেই মহিলা হাজিপুর রেল স্টেশনে আসেন, জিআরপির কাছে দাখিল করেন অভিযোগ। অটো চালক গ্রেফতার হলেও পলাতক অন্য অভিযুক্ত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















