এক্সপ্লোর
প্রেমের পথে ‘কাঁটা’ সরাতে ৩ বছরের কন্যাকে খুন করল মা
কোয়েম্বাটুর: প্রেমের পথের কাঁটা সরাতে তিন বছরের কন্যাসন্তানকে খুন করল মা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে।
পুলিশ জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত কোয়েম্বাটুরের সেবালপুরমের বাসিন্দা দিব্যা। গত বছর ঝগড়া হওয়ায় স্বামীকে ছেড়ে সে বাবার বাড়িতে এসে থাকতে শুরু করে। পেশায় সেলসওম্যান দিব্যা এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু তার বাবা-মা ওই সম্পর্ক কিছুতেই মানতে চাননি। তাঁরা, দিব্যার শিশুসন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দেন।
এরপই নিজের সন্তানকে প্রেমের পথে বাধা মনে করে তাকে গলায় ফাঁস দিয়ে খুন করে দিব্যা। এরপর সন্তানকে বিছানায় শুইয়ে দেয় সে।
পরে দিব্যার ভাই লক্ষ্য করে যে, শিশুটি নিথরভাবে দীর্ঘক্ষণ ধরে ঘুমিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ভাইয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দিব্যাকে গ্রেফতার করে। সে তার অপরাধ কবুল করেছে বলে পুলিশ জানিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement