এক্সপ্লোর
চেয়েছিলেন মেয়ে, না হওয়ায় ২৩ দিনের ছেলেকে গলা কেটে খুন মা-র!

হায়দরাবাদ: এ যে উলট পুরান! পুত্রসন্তানের কামনায় মন্দিরে পুজো দেওয়া, দেবদেবীর থানে মানত রাখার কথা আমরা শুনি। কিন্তু শুনেছেন কি মেয়ে না হওয়ায় সদ্যোজাত পুত্রসন্তানকে মেরে ফেলেছে মা? ঠিকই শুনছেন। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হায়দরাবাদ। দুই ছেলের মা ৩০ বছরের পূর্ণিমা চেয়েছিলেন মেয়ে। গত মাসে আবার ছেলে হয়েছে। গতকাল রাতে ২৩ দিন বয়সের ছেলেকে গলা কেটে হত্যা করেন তিনি। খুনটাকে ধামাচাপা দিতে গল্প ফাঁদেন যে, অজ্ঞাতপরিচয় হার ছিনতাইকারীরা তাঁর ঘরে ঢুকে মুখে তরল পদার্থ ঢেলে দেয়। তিনি জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর তিনি দেখেন গলা কাটা অবস্থায় পড়ে আছে ছেলে, তাঁর গলার হারটিও নেই। ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান ডাক্তাররা। প্রথমে মহিলার বয়ানের ভিত্তিতেই খুনের মামলা দায়ের করে নেরেদমেট পুলিশ। কিন্তু ঘটনাস্থল ঘুরে তাঁদের সন্দেহ হয়। জেরায় মহিলা কন্যাসন্তান পাওয়ার মনোবাঞ্ছা পূরণ না হওয়ায় নিজেই দুধের শিশুকে হত্যার কথা কবুল করেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















