এক্সপ্লোর
মেয়েরা শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে, 'প্যাডম্যান' সম্পর্কে বার্তা অক্ষয়ের

মুম্বই: 'বড় মানুষ, শক্তিশালী মানুষ দেশকে শক্তিশালী করতে পারে না'। 'প্যাড ম্যান' সিনেমায় অক্ষয় কুমার অভিনীত চরিত্র লক্ষ্মীকান্ত চৌহানের মুখে এই সংলাপ শোনা গিয়েছে। এই সংলাপের মাধ্যমে ছবির ভাবনা সম্পূর্ণ করতে গিয়ে একটি অনুষ্ঠানে অক্ষয় বলেছেন, মহিলারা শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে। আর বল্কি পরিচালিত সিনেমাটির মুক্তির দিন ২৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি করা হয়েছে। ট্যুইঙ্কল খান্নার দ্য লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ-এর একটি গল্প দ্য স্যানিটারি ম্যান অফ স্যাক্রেড ল্যান্ড অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। কোয়েম্বাটুরের স্বল্পমূল্যের স্যানিটারি প্যাড প্রস্তুতকারী অরুণাচলম মুরুগানানথমের কাহিনীই অনুপ্রেরণা সিনেমার গল্পের। সস্তায় স্যানিটারি প্যাড তৈরির মেশিন তৈরি করেন মুরুগানানথম। সিনেমায় অভিনয় করেছেন রাধিকা আপ্তে ও সোনাম কাপূরও। সিনেমায় মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে প্রচলিত ধারনা ভেঙে ফেলতে লক্ষ্মীকান্তর প্রয়াস তুলে ধরা হয়েছে। অক্ষয় বলেছেন, 'প্যাড ম্যান' এক স্বামীর কাহিনী, যে তার স্ত্রীর প্রতি যত্নবান এবং তার জন্য নতুন কিছু একটা করে। এটা একটা সুন্দর প্রেমকাহিনী। দেশকে শক্তিশালী করতে গেলে মহিলাদের শক্তিশালী করতে হবে। অক্ষয়ের স্ত্রী বল্কিকে মুরুগাননথমের কাহিনী নিয়ে একটি সিনেমা করতে বলেন। সিনেমাটির সহ প্রযোজকও ট্যুইঙ্কলের কোম্পানি। অক্ষয় জানিয়েছেন, মুরুগানানথমের সঙ্গে দেখা করেছেন, তাঁকে বোঝার চেষ্টা করেছেন। সবকিছু মিলে বাস্তবের 'প্যাডম্যান'-কে দারুন লেগেছে অক্ষয়ের। তিনি বলেছেন, ৬০ হাজার টাকায় মেশিনটি তৈরি করেন তিনি। প্রথমে স্ত্রীর জন্যই ওই স্যানিটারি প্যাড তৈরি করতেন। সাধারণ জ্ঞান ব্যবহার করেই মেশিনটি তৈরি করেছিলেন। এভাবে সাধারণ জ্ঞান ব্যবহার করলে অনেক কিছুই করা যায়। সামাজিক বিষয় নিয়ে অক্ষয় কুমারের আরও একটি সিনেমা 'প্যাডম্যান'। এর আগে এ ধরনের বিষয় নিয়ে তাঁর সিনেমা 'টয়লেট এক প্রেম কথা' গত বছরে মুক্তি পেয়েছে। অক্ষয় বলেছেন, মানুষ পরিবর্তন চান, তা করতে পেরে তিনি খুশি। অক্ষয় বলেছেন, সিনেমার মাধ্যমে অনেক সহজেই মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যায়। দেশে খোলাস্থানে শৌচকর্ম কম হওয়ার ক্ষেত্রে তাঁর সিনেমা 'টয়লেট এক প্রেম কথা'র কিছুটা ভূমিকা রয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ওই সিনেমা তৈরির সময় দেশে খোলা জায়গায় শৌচকর্মের হার ছিল ৬২ শতাংশ। এখন তা কমে হয়েছে ৩৩ শতাংশ। অক্ষয় বলেছেন, এই হার কমার ক্ষেত্রে শুধু মাত্র তাঁর সিনেমারই ভূমিকা রয়েছে, এমন নয়। কিন্তু তা একটা অন্যতম কারণ। তাই 'প্যাডম্যান' যদি যে মহিলারা ব্যবহার করেন না তাঁদের ৫ শতাংশকেও প্যাড ব্যবহারে উত্সাহিত করতে পারে, তাহলে তা হবে দারুন ব্যাপার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















