এক্সপ্লোর
'ইউপি মে ৩২৫, গুজরাত মে ১৫০' স্লোগান, মোদীর রাজ্যে বিধানসভা ভোট এগিয়ে আনছে বিজেপি?

আমদাবাদ: উত্তরপ্রদেশ সহ ৪ রাজ্যে ক্ষমতা দখলের পর কি বিজেপি গুজরাতে ডিসেম্বরের নির্ধারিত বিধানসভা ভোট এগিয়ে আনছে? নরেন্দ্র মোদীর রাজ্যে জোর চর্চা, বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে পারে জুলাই বা সেপ্টেম্বরে। সরকারিভাবে অবশ্য বিজেপি ভোট এগিয়ে আনার কথা মানছে না। উত্তরপ্রদেশের সাফল্যের রেশ থাকতে থাকতেই বিজেপি বিধানসভা ভোট সেরে ফেলতে চাইছে কিনা, প্রশ্ন করা হলে খোদ মুখ্যমন্ত্রী বিজয় রুপানি সেই সম্ভাবনা উড়িয়ে জানিয়ে দেন, দল রাজ্যে ৫ বছর ক্ষমতায় থাকার রায় পেয়েছে। ভোট ডিসেম্বরেই হবে। তবে বিজেপি সূত্রের খবর, গুজরাতের বর্তমান পরিস্থিতিতে ভোট এগিয়ে এলেও অবাক হওয়ার কিছু নেই। ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগে গুজরাতে ফের ক্ষমতা দখল খুবই গুরুত্বপূর্ণ হবে মোদীর দলের কাছে। যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ-ই। ইতিমধ্যেই গুজরাত বিজেপি 'ইউপি মে ৩২৫, গুজরাত মে ১৫০' স্লোগানও ছেড়েছে। অর্থাত রাজ্যের ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৫০টি টার্গেট তাদের। মোদী, অমিত শাহের ছবি দেওয়া পোস্টার, ব্যানারও টাঙানো হয়েছে একাধিক শহরে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, গুজরাতে গেরুয়া শিবির এবার বেশ কিছু চ্যালেঞ্জের সামনে পড়তে চলেছে। যেমন ওবিসি কোটার দাবিতে বিরূপ পটেল সম্প্রদায়, গো-রক্ষকদের বাড়াবাড়ির অভিযোগে ক্ষুব্ধ দলিতরা। কৃষিক্ষেত্রে গভীর সঙ্কট চলছে। তাছাড়া মোদী জাতীয় রাজনীতিতে চলে যাওয়ায় রাজ্যস্তরে তেমন যোগ্য মুখ খুঁজে পাচ্ছে না বিজেপি। ১৯ বছর একটানা ক্ষমতায় থাকা বিজেপি এবার প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার মুখেও পড়তে পারে। বিধানসভার বিরোধী নেতা কংগ্রেসের শঙ্কর সিংহ বাঘেলার ধারণা, যে কোনও সময় ভোটের ঘোষণা হতে পারে। কংগ্রেস সেজন্য তৈরি। গুজরাতে জমি তৈরির করার লক্ষ্য রয়েছে আমআদমি পার্টির। তারাও বলছে, বিজেপি ভোট এগিয়ে আনবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















